TENAA Listing: এই ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ভিভো এক্স৭০ এবং ভিভো এক্স৭০ প্রো+ ফোনের সম্ভাব্য ফিচার
ভিভো সংস্থা তাদের এক্স৭০ সিরিজে মোট তিনটি মডেল লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ভিভো এক্স৭০, ভিভো এক্স৭০ প্রো এবং ভিভো এক্স৭০ প্রো প্লাস। এর আগে TENAA Listing ওয়েবসাইটে ভিভো এক্স৭০ প্রো ফোনের সম্ভাব্য ফিচারও প্রকাশ হয়েছিল।

চিনে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৭০ সিরিজ। আগামী ৯ সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে এই স্মার্টফোনের সিরিজ। শোনা গিয়েছে, ভিভো সংস্থা তাদের এক্স৭০ সিরিজে মোট তিনটি মডেল লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে ভিভো এক্স৭০, ভিভো এক্স৭০ প্রো এবং ভিভো এক্স৭০ প্রো প্লাস। শোনা গিয়েছে, ভিভো এক্স৭০ এবং ভিভো এক্স৭০ প্রো+ মডেলে ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেট করার জন্য একটি করে হোল-পাঞ্চ ডিজাইন থাকতে পারে। এছাড়া ভিভো এক্স৭০ প্রো+ মডেলে এমআই ১১ আলট্রা ফোনের মতো রেয়ার ক্যামেরা মডিউল ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে ইতিমধ্যেই ভিভো এক্স৭০ সিরিজের ভ্যানিলা মডেল ভিভো এক্স৭০ এবং টপ ভ্যারিয়েন্ট ভিভো এক্স৭০ প্রো+ ফোনের সম্ভাব্য ফিচার ও ডিজাইন প্রকাশ হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেইসব বৈশিষ্ট্য।
ভিভো এক্স৭০ সিরিজের ভ্যানিলা মডেল ভিভো এক্স৭০- র সম্ভাব্য ফিচার-
- এই ফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।
- ভিভো এক্স৭০ স্মার্টফোনে ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবির স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা রয়েছে।
- অন্যদিকে, ভিভো এক্স৭০ ফোনে একটি অক্টা কোর প্রসেসরের সঙ্গে ৬, ৮ এবং ১২ জিবি র্যাম থাকতে পারে।
- V2132A এবং V2133A এই দুই মডেল নম্বরে পাওয়া যেতে পারে ভিভো এক্স৭০ ফোন। এক্ষেত্রে প্রথম মডেলে ২.৮GHz অক্টা-কোর প্রসেসর এবং ৬, ৮ ও ১২ জিবি র্যামের অপশন থাকতে পারে। আর দ্বিতীয় মডেলে থাকতে পারে ৩.০GHz অক্টা-কোর প্রসেসর এবং ৮ ও ১২ জিবি র্যাম।
- অ্যানড্রয়েড ১১- র সাহায্যেই পরিচালিত হবে এই ফোন (দুটো মডেলই)। এছাড়া থাকতে পারে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনের সামনের ডিসপ্লেতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আবার ৪০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং দুটো ১২ মেগাপিক্সেল সেনসর থাকতে পারে। এইসব ক্যামেরার সাহায্যে ৮কে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে এই ফোনে।
- এই ফোনের ব্যাটারি হতে পারে ৪৩২০mAh। তার সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভিভো এক্স৭০ প্রো+ মডেলের সম্ভাব্য ফিচার-
- TENAA সাইটে এই ফোনের মডেল নম্বর V2145A। ফোনের ওজন হতে পারে ২০৯ গ্রামের কাছাকাছি।
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে একটি ৩.০GHz অক্টা-কোর প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। সম্ভবত স্ন্যাপড্রাগন ৮৮৮+ চিপসেট থাকতে পারে এই ফোনে।
- ভিভো এক্স৭০ প্রো+ ফোনে ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকতে পারে।
- সম্ভবত এই স্মার্টফোন অ্যানড্রয়েড ১১- র সাহায্যে পরিচালিত হতে পারে এবং থাকতে পারে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- ভিভো এক্স৭০ প্রো+ ফোনে কোয়াড ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ও ১২ এবং ৮ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ৫জি সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে। ৪৪৩০mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- Samsung Galaxy M22: দেখে নিন এই স্মার্টফোনের সম্ভাব্য ফিচার এবং ডিজাইন, দাম কত হতে পারে?
