Samsung Galaxy M22: দেখে নিন এই স্মার্টফোনের সম্ভাব্য ফিচার এবং ডিজাইন, দাম কত হতে পারে?
স্যামসাংয়ের রাশিয়ান ওয়েবসাইটে গ্যালাক্সি এম২২ ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গিয়েছিল। এই সাপোর্ট পেজের মাধ্যমে স্মার্টফোনের যে মডেল নম্বর ফাঁস হয়েছে সেটি হল SM-M225FV/DS।

স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোন সম্ভবত খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। কারণ এই ফোনের সাপোর্ট পেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে শোনা গিয়েছে। তবে এই সাপোর্ট পেজে স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোন সম্পর্কে বিশেষ কোনও তথ্য দেওয়া হয়নি। কেবলমাত্র এই স্মার্টফোনের মডেল নম্বর প্রকাশ্যে এসেছে। তবে অনুমান করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম২২ স্মার্টফোনে থাকতে পারে একটি MediaTek Helio G80 প্রসেসর। এর সঙ্গে থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এর পাশাপাশি শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের ডিজাইনের সঙ্গে ফ্যালাক্সি এম২২ ফোনের অনেক মিল থাকতে পারে।
MySmartPrice- এর রিপোর্ট অনুসারে স্যামসাংয়ের রাশিয়ান ওয়েবসাইটে গ্যালাক্সি এম২২ ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গিয়েছিল। এই সাপোর্ট পেজের মাধ্যমে স্মার্টফোনের যে মডেল নম্বর ফাঁস হয়েছে সেটি হল SM-M225FV/DS। স্যামসাং গ্যালাক্সির তরফে অবশ্য তাদের নতুন ফোনের কোনও মডেল নাম প্রকাশ করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে এই মডেল নম্বর নিয়ে গ্যালাক্সি এম২২ ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, সম্ভবত এই ফোনে ডুয়াল সিমের সেটআপ থাকতে পারে। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। আর ওই স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে EUR ২৩৯.৯০ (ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৮০০ টাকা)। তবে এইসব তথ্যের কোনওটিই স্যামসাংয়ের তরফে জানানো হয়নি।
গত জুনা মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোন। শোনা গিয়েছে, এই ফোনের সঙ্গে ডিজাইনে মিল থাকতে পারে গ্যালাক্সি এম২২ ফোনের। তাই অনুমান করা হচ্ছে হয়তো স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশে বাঁদিকে কোণে চৌকো মডিউলে সেট করা থাকতে পারে বিভিন্ন সেনসর। এছাড়াও ওই ক্যামেরা মডিউলে থাকতে পারে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ। ফোনের ফ্রন্ট বা সামনের ডিসপ্লেতে থাকতে পারে স্যামসাংয়ের পরিচিত Infinity-V waterdrop-style notch, যার মধ্যে সেট করা থাকবে সেলফি ক্যামেরা। কালো, নীল এবং সাদা রঙে লঞ্চ হতে পারে গ্যালাক্সি এম২২ ফোন।
স্যামসাং গ্যালাক্সি আসন্ন এই স্মার্টফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির একটি এইচডি প্লাস সুপার AMOLED Infinity-V ডিসপ্লে। রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz। এই ফোনে থাকতে পারে মাইক্রো এসডি কার্ডের স্লট। এর সাহায্যে অনবোর্ড ১২৮ জিবি স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। কোয়াড রেয়ার ক্যামেরায় থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াই সেনসর এবং দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেনসর। এছাড়াও ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এম২২ ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে থাকতে পারে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- Samsung Galaxy S21 FE: খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার
