Realme GT 2 Pro Launched In India: ভারতে এসে গেল বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো, বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 07, 2022 | 3:03 PM

Price And Specifications: বিশ্বের প্রথম ইকো-ফ্রেন্ডলি স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো ভারতে লঞ্চ হল ৪৯,৯৯৯ টাকা দামে। ফোনের ব্যাক-প্যানেলটি ঠিক যেন কাগজের মতো (Paper Like Back Panel)!

Realme GT 2 Pro Launched In India: ভারতে এসে গেল বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো, বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম কত?
রিয়েলমি জিটি ২ প্রো। কাগজের মতো ব্যাক প্যানেল।

Follow Us

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ করে গেল রিয়েলমি জিটি ২ প্রো (Realme GT 2 Pro) ফোনটি। এটিই বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব স্মার্টফোন (World’s First Eco-friendly Smartphone), যা তৈরি করা হয়েছে বায়ো-বেসড উপাদানের সাহায্যে। বিগত বেশ কিছু দিন ধরে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজ় করা হয়েছে রিয়েলমি-র এই লেটেস্ট স্মার্টফোন। শেষমেশ ২০২২ সালে রিয়েলমি-র প্রথম কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে হাজির হল। প্রসঙ্গত, ২০২১ সালে দেশে যে রিয়েলমি জিটি সিরিজ় লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর মডেল হল এই রিয়েলমি জিটি ২ প্রো। ফোনটির দাম শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে। একটি ৬.৭ ইঞ্চির বড় অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফর্ম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাহায্যে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে। গত মার্চ মাসেই ভারত বাদে বিশ্বের অন্যান্য প্রান্তে এই ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ শীর্ষক ইভেন্টে লঞ্চ করা হয়েছিল। এখন ভারতেও চলে এল এই প্রিমিয়াম স্মার্টফোন।

দাম ও উপলব্ধতা

রিয়েলমি জিটি ২ প্রো ফোনটি ভারতে দুটি র‌্যাম এবং দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে বেস মডেল অর্থাৎ ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৪৯,৯৯৯ টাকা। ফোনের আর একটি ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৫৭,৯৯৯ টাকা। মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির – পেপার হোয়াইট, পেপার গ্রিন এবং স্টিল ব্ল্যাক। ১৪ এপ্রিল থেকে কেবল মাত্র ফ্লিপকার্টে কেনা যাবে এই রিয়েলমি জিটি ২ প্রো ফোনটি।

অফার

নতুন ফোনের জন্য আকর্ষণীয় অফারও নিয়ে এসেছে রিয়েলমি। সেই ইন্ট্রোডাক্টারি অফারে যে সব ক্রেতারা রিয়েলমি জিটি ২ প্রো ক্রয় করবেন, তাঁরা এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের সাহায্যে ফোনটি কিনলে পেয়ে যাবেন ৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও ইএমআই ট্রান্জাকশনের ক্ষেত্রেও থাকছে এই একই ছাড়।

বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব স্মার্টফোন

রিয়েলমি জিটি ২ প্রো হল বিশ্বের প্রথম স্মার্টফোন, যা তৈরি করা হয়েছে বায়ো-বেসড মেটিরিয়ালসের সাহায্যে। এই হ্যান্ডসেটের পিছনে রয়েছে বায়ো-পলিমার উপাদান, যা ফোনটিকে ফসিল র মেটিরিয়ালের তুলনায় একটি ইকো-ফ্রেন্ডলি বিকল্প করে তুলেছে।

স্পেসিফিকেশনস ও ফিচার্স

ডিসপ্লে – একটি ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার রেজ়োলিউশন ৩২১৬x১৪৪০ পিক্সেলস। এই ডিসপ্লে একটি এলটিপিও প্যানেল ব্যবহার করে এবং ১২০হার্ৎজ় পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস ১৪০০ নিটস এবং একটি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।

প্রসেসর ও স্টোরেজ – পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে ১২জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

ক্যামেরা – দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ রয়েছে এই রিয়েমি জিটি ২ প্রো স্মার্টফোনে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ সেন্সর ও তার সঙ্গে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৩ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি – বেশ বড় ও অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি থাকছে রিয়েলমি জিটি ২ প্রো স্মার্টফোনে, যা ৬৫ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: ১৫,০০০ টাকা বাজেটে এই মুহূর্তের সেরা ৫ স্মার্টফোন, ওপ্পো কে১০, রেডমি ১০, রিয়েলমি ৯আই-সহ আরও…

আরও পড়ুন: ২০,০০০ টাকার মধ্যে এই মুহূর্তের সেরা ১০ স্মার্টফোন, দুরন্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর

আরও পড়ুন: ৮০০০ টাকা বাজেটের মধ্যে সেরা ৪ ফোন, জম্পেশ লুক, দীর্ঘমেয়াদি ব্যাটারি ও ঠিকঠাক ক্যামেরা

Next Article