Xiaomi Civi: শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 27, 2021 | 6:16 PM

শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ৫৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Xiaomi Civi: শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে
নীল, কালো এবং গোলাপি রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। 

Follow Us

চিনে লঞ্চ হয়েছে শাওমি Civi স্মার্টফোন। এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০Hz। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। তার সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। শাওমির এই নতুন স্মার্টফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে artificial intelligence (AI) ফিচার। স্টিরিয়ো স্পিকার রয়েছে শাওমি Civi স্মার্টফোনে। এখানে রয়েছে স্টিরিয়ো স্পিকার। আর তার মধ্যেই রয়েছে ডলবি অডিয়ো সাপোর্ট।

শাওমি Civi স্মার্টফোনের দাম

  • এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২৫৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,৬০০ টাকা)।
  • ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২৮৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা)।
  • এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৩১৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬,৫০০ টাকা)।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই ফোন কেনা যাবে। নীল, কালো এবং গোলাপি রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

শাওমি Civi ফোনের বিভিন্ন ফিচার

  • ডুয়াল সিমের এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ বেসড MIUI 12.5- এর সাহায্যে। এই ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে 3D কার্ভড গ্লাস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০Hz।
  • শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে একটি Snapdragon 778G প্রসেসর। তার সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে শাওমি Civi স্মার্টফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, টাইপ-সি ইউএসবি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ৫৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Realme V11s 5G: রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশন ফিচার

আরও পড়ুন- Samsung Galaxy A13 5G: এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে

আরও পড়ুন- Oppo F19s: ভারতে আসছে ওপ্পোর এই স্মার্টফোন, কবে লঞ্চ? দেখুন সম্ভাব্য ফিচার

Next Article