ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৮ সিরিজ, থাকবে ১০৮ মেগাপিক্সেলের ফোন
রিয়েলমি ৮ সিরিজের দু'টি মডেল রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৮ সিরিজ। আগামী ২৪ মার্চ রিয়েলমি ৮ সিরিজের দু’টি মডেল রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। নতুন ফোন লঞ্চের দিনক্ষণ জানিয়েছেন, কোম্পানির সিইও মাধব শেঠ। ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়ার- র ইউটিউব চ্যানেলে একটি প্রোমোশনাল ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। মাধব জানিয়েছেন, এই সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। জানা গিয়েছে, এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা আসলে Samsung HM2 প্রাইমারি সেনসর। এই একই ধরণের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল Mi 10i মডেলেও। শাওমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রিয়েলমি ৮ প্রো মডেলে 3x zoom- এর ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ফিচার-
১। রিয়েলমি ৮ প্রো মডেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে রিয়েলমি ৮ মডেলে এই অত্যাধুনিক ফিচার থাকবে না। সংস্থার তরফে জানানো হয়েছে রিয়েলমি ৮ সিরিজের দু’টি মডেলের মধ্যে একটিতে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
২। অনুমান করা হচ্ছে রিয়েলমি ৮ মডেলে সাধারণ ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। সেই সঙ্গে থাকবে সুপার AMOLED ডিসপ্লে।
৩। রিয়েলমি- র তরফে তাদের আপডেটেড Starry Mode- এর কথা ঘোষণা করা হয়েছে। টাইম-ল্যাপস ভিডিয়োর ক্ষেত্রে এই ফিচার কাজে লাগে। এই ফিচারের সাহায্যে ৪৮০ সেকেন্ডে তোলা যায় ৩০টি ফটো। এর পাশাপাশি এক সেকেন্ডের টাইম-ল্যাপস ভিডিয়ো বানানো যায়।
৪। রিয়েলমি ৮ সিরিজে চারটি নতুন পোর্ট্রেট মোড চালু হতে চলেছে। Neon Portrait, Dynamic Portrait, Dynamic Bokeh Portrait এবং AI Color Portrait।
৫। রিয়েলমি ৮ সিরিজের নতুন মডেল রিয়েলমি ৮ প্রো- র ব্যাটারি হতে পারে 4,500mAh। সেই সঙ্গে থাকতে পারে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ৬.৪ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। অন্যদিকে রিয়েলমি ৮ মডেলের ব্যাটারি হতে পারে 5,000mAh। সেই সঙ্গে থাকতে পারে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট।