Jio Family Plans: আশ্চর্য প্ল্যান আনল Jio, রিচার্জ করবেন একজন আর ব্যবহার করবেন 4 জন, খরচ 599 টাকা
Jio Family Plans: অনেকেই হয়তো জানেন না যে, Reliance Jio-র ঝুলিতে কিছু Family Plans রয়েছে, যেগুলি রিচার্জ করলে পরিবারের একাধিক সদস্য ব্যবহার করতে পারেন। সেই পারিবারিক প্ল্যানগুলি সম্পর্কেই বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Reliance Jio তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে নানাবিধ প্ল্যান নিয়ে হাজির হয়। নতুন, পুরনো সব মিলিয়ে দেশের এক নম্বর টেলিকম সংস্থার ঝুলিতে একগুচ্ছ রিচার্জ প্ল্যান। কিন্তু মুশকিলের বিষয়টি হল, Jio কখন কী প্ল্যান আনছে, কখনও কোন প্ল্যানে নতুন অফার নিয়ে আসছে, তা সব সময় জানা সম্ভব হয় না। তবে Jio অফিসিয়াল অ্যাপে গেলে বিভিন্ন প্রাইস ক্যাটেগরির প্ল্যান সম্পর্কে জানতে পারেন কাস্টমাররা। এহেন মুম্বইয়ের টেলিকম সংস্থার ঝুলিতে যে কিছু পারিবারিক রিচার্জ প্ল্যান রয়েছে, তা কি জানতেন? হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না যে, Reliance Jio-র ঝুলিতে কিছু Family Plans রয়েছে, যেগুলি রিচার্জ করলে পরিবারের একাধিক সদস্য ব্যবহার করতে পারেন।
Jio Family Plans
Reliance Jio তার পোস্টপেড ব্যবহারকারীদের এমনই কিছু রিচার্জ প্ল্যান অফার করে, যেগুলি প্রিপেডের কাছে নেই। মুম্বইয়ের টেলিকম জায়ান্টের তেমনই একটি অফার হল Family Plans, যা কেবল পোস্টপেড ব্যবহারকারীদের জন্য। একটা ফ্যামিলি প্যাক রিচার্জ করলে কাস্টমাররা পরিবারের 4 জনকে অ্যাড করতে পারেন। Jio-র পোস্টপেড প্ল্যান শুরুই হচ্ছে 399 টাকা থেকে। এদিকে Jio Family প্ল্যান ব্যবহারের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 599 টাকা। এই প্ল্যান রিচার্জ করে আপনি অন্য Jio SIM বা নম্বর ব্যবহারকারীর ফোন নম্বরও অ্যাড করে, তাঁকে প্ল্যানের সমস্ত সুবিধা দিতে পারবেন।
Jio 599 টাকার Family Plan
599 টাকার Jio পোস্টপেড প্ল্যানটি সবথেকে সস্তার ফ্যামিলি প্যাক। এই প্ল্যানে আপনাকে মোট 100GB ডেটা অফার করা হয়। তারপর ডেটার কোটা শেষ হয়ে গেলে 1GB ডেটার জন্য আপনাকে 10 টাকা খরচ করতে হবে। তার থেকেও বড় কথা হল প্ল্যানটিতে Jio ইউজাররা 200GB ডেটা রোল ওভার উপভোগ করার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও প্ল্যানটিতে Jio ব্যবহারকারী প্রতিদিন 100টি SMS পাঠাতে এবং আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন কোনও অতিরিক্ত খরচা ছাড়াই। তবে এই প্ল্যানে আপনি ছাড়া পরিবারের মাত্র আর একজন সদস্যকেই অ্যাড করতে পারবেন, যিনি Jio SIM ব্যবহারকারী। অফারের এখানেই শেষ নয়। 599 টাকার Jio পোস্টপেড ফ্যামিলি প্ল্যানে কাস্টমাররা Disney+ Hotstar, Amazon Prime এবং Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন।
একজনের রিচার্জে 4 জনের ব্যবহার
এখন আপনি যদি আপনার একটা নম্বর দিয়ে Jio Plan রিচার্জ করে, আপনার পরিবারের দুজনেরও বেশি মানুষকে তার সুবিধা দিতে চান, তাহলে আপনাকে 799 টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আপনি দুইয়েরও বেশি Jio SIM অ্যাড করতে পারবেন। এই প্ল্যানে 150GB ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে 200GB ডেটা রোলওভার। আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS-ও পাঠাতে পারবেন জিও ব্যবহারকারীরা। তাছাড়াও রয়েছে Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন।
পাশাপাশি 999 টাকারও একটি Family Plan রয়েছে Jio-র কাছে। সেই পোস্টপেড প্ল্যানটি চারজন ব্যবহার করতে পারবেন। সেই প্ল্যানে মোট 300GB ডেটা পাওয়া যায়, সঙ্গে 500GB ডেটা রোলওভার। আনলিমিটেড ভয়েস কলিং. প্রতিদিন 100টা করে SMS অফারের পাশাপাশি সেই প্ল্যানেও কোনও অতিরিক্ত খরচ ছাড়াই Amazon Prime, Disney+ Hotstar এবং Netflix সাবস্ক্রাইব করতে পারেন ব্যবহারকারীরা।
