Airtel Rs 2999 Plan: এয়ারটেলের ₹৩,৩৫৯ প্ল্যানের সব অফার এখন ₹২,৯৯৯ প্ল্যানে! ১ বছর ২জিবি ডেটা, সঙ্গে ডিজ়নি প্লাস হটস্টার ফ্রি সাবস্ক্রিপশন

Disney Plus Hotstar: এই ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এয়ারটেল এবার থেকে ৪৯৯ টাকার ডিজ়নি প্লাস হটস্টার-এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে অফার করতে চলেছে। তবে এই ২৯৯৯ টাকার প্ল্যানটি ঢেলে সাজানোর ফলে আশ্চর্যজনক ভাবে এয়ারটেলের ২৯৯৯ এবং ৩৩৫৯ টাকার দুটি প্ল্যানই হুবহু এক হয়ে গিয়েছে।

Airtel Rs 2999 Plan: এয়ারটেলের ₹৩,৩৫৯ প্ল্যানের সব অফার এখন ₹২,৯৯৯ প্ল্যানে! ১ বছর ২জিবি ডেটা, সঙ্গে ডিজ়নি প্লাস হটস্টার ফ্রি সাবস্ক্রিপশন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 6:48 PM

ভারতী এয়ারটেল (Airtel) তার গ্রাহকদের সুবিধার্থে ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ঢেলে সাজাল। এই প্ল্যানে এবার থেকে ডিজ়নি প্লাস হটস্টার (Disney Plus Hotstar)-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করতে চলেছে বেসরকারি টেলিকম সংস্থাটি। এই মুহূর্তে এয়ারটেল ব্যবহারকারীরা ২,৯৯৯ টাকার (Rs 2999 Recharge Plan) প্ল্যানটি রিচার্জ করলে ৩৬৫ দিন বা এক বছরের ভ্যালিডিটি পেয়ে যান। সেই সঙ্গেই আবার আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং ২জিবি করে ডেটা। এছাড়াও প্ল্যানটিতে রয়েছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, যার মাধ্যমে এক মাসের জন্য এয়ারটেল প্রাইম ভিডিয়ো মোবাইল এডিশনের ফ্রি ট্রায়াল পেয়ে যান ইউজাররা, উইঙ্ক মিউজ়িক, শ অ্যাকাডেমি, ফাসট্যাগ-এ ১০০ টাকার ক্যাশব্যাক-সহ আরও একাধিক অফার রয়েছে।

এই ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এয়ারটেল এবার থেকে ৪৯৯ টাকার ডিজ়নি প্লাস হটস্টার-এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে অফার করতে চলেছে। তবে এই ২৯৯৯ টাকার প্ল্যানটি ঢেলে সাজানোর ফলে আশ্চর্যজনক ভাবে এয়ারটেলের ২৯৯৯ এবং ৩৩৫৯ টাকার দুটি প্ল্যানই হুবহু এক হয়ে গিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এয়ারটেলের অ্যাপ এবং ওয়েবসাইট দুই জায়গা থেকেই লাইভ হয়ে গিয়েছে ২,৯৯৯ টাকার প্ল্যানের নতুন অফার।

এয়ারটেলের ২৯৯৯ টাকা ও ৩৩৫৯ টাকার প্ল্যান দুটির একই অফার

২,৯৯৯ টাকার প্ল্যানটি আপগ্রেড করার ফলে দেখা যাচ্ছে, তার বেনিফিটস এখন ৩,৩৫৯ টাকার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এর আগে এয়ারটেল ইউজাররা ২,৯৯৯ টাকার প্ল্যানে ডিজ়নি প্লাস হটস্টার ফ্রি সাবস্ক্রিপশনের অফার পেতেন না। সেই অফারটি পাওয়া যেত ৩,৩৫৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানে। এই দুটি প্ল্যানের মধ্যে ফারাক ছিল কেবল মাত্র এই একটা জায়গায়।

এখন কেন এই দুটি প্ল্যানের অফার এক করা হল, তা নিয়ে এয়ারটেলের তরফ থেকে কিছু জানানো হয়নি নির্দিষ্ট করে। হতে পারে, ৩,৩৫৯ টাকার প্ল্যানেও পরবর্তীতে কিছু পরিবর্তন করতে চলেছে এই বেসরকারি টেলিকম সংস্থাটি। আবার ভারতী এয়ারটেল ভুলবশত এই ২,৯৯৯ টাকার প্ল্যানে ফ্রি ডিজ়নি প্লাস হটস্টার অফার যোগ করেছে কি না, সেই বিষয়টিও পরিষ্কার নয়।

প্রশ্ন উঠছে, ডিজ়নি প্লাস হটস্টার ফ্রি সাবস্ক্রিপশন যদি এখন ২,৯৯৯ টাকার প্ল্যানেই পাওয়া যায়, তাহলে কেন গ্রাহকরা ৩,৩৫৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে যাবেন? এক সপ্তাহ আগে এই পরিবর্তনটি করেছে এয়ারটেল। এখনও পর্যন্ত ৩,৩৫৯ টাকার প্ল্যানে এয়ারটেলের তরফ থেকে কিছু রদবদল করা হয়নি বলেই প্রশ্নটা আরও বেশি করে জাগছে।

আরও পড়ুন: মাত্র ৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হল আইটেল এ২৭, ফিচার্স মন্দ নয়

আরও পড়ুন: পুরনো ফোন এবার ফ্লিপকার্টে চড়া দামে বিক্রি করতে পারবেন! কলকাতা, পটনা-সহ দেশের বিভিন্ন স্থানে এসে গেল বিশেষ সেল ব্যাক স্কিম

আরও পড়ুন: ডেটিং অ্যাপের প্রোফাইলে বিশ্বাসী নয় ভারতীয়রা, সঠিক তথ্য জানতে সোশ্যাল মিডিয়ায় চলছে বেজায় খোঁজাখুঁজি, দাবি সমীক্ষায়