দ্বিতীয় প্রজন্মের AirPods Pro কল্পনারও কম দামে, মাত্র 6000 টাকায় কিনতে পারেন
Amazon-এর অফিসিয়াল ওয়েবসাইটে ছাড় মিলবে দ্বিতীয় প্রজন্মের এয়ারপডে। কাস্টমাররা AirPods Pro 2nd কিনতে পারেন মাত্র 18,999 টাকায়। তবে অ্যাপল ওয়েবসাইটেও কোনও অফার দেওয়া হচ্ছে কি না, তা-ও একবার যাচাই করে নেওয়া উচিত। আর তা করতে গিয়েই আমাদের নজরে এল Apple অফিসিয়াল ওয়েবসাইটে AirPods Pro 2nd জেনারেশনের দান 24,900 টাকা। অর্থাৎ সেখানে প্রায় অফার নেই বললেই চলে।

Apple AirPod কেনার চিন্তাভাবনা করছিলেন অনেক দিন ধরেই। কিন্তু দামের কারণে বারবার পিছিয়ে আসতে হচ্ছিল, কি তাই তো? এবার এসে গিয়েছে সুবর্ণ সুযোগ। যে ইয়ারবাড 25,000 টাকার কমে পাওয়াই দুষ্কর, তাই এখন আপনার সাধ্যের মধ্যেই আসতে চলেছে। অর্থাৎ এয়ারপডের সস্তার এডিশন খোঁজার দরকার হবে না আপনার। সবথেকে বড় কথা হল, পুরনো AirPods নয়, এখন আপনি অফারে পেয়ে যাবেন AirPods Pro 2nd জেনারেশন। কত টাকার ছাড় পাবেন, কেনই বা কিনবেন এই দ্বিতীয় প্রজন্মের এয়ারপডটি?
Amazon-এর অফিসিয়াল ওয়েবসাইটে ছাড় মিলবে দ্বিতীয় প্রজন্মের এয়ারপডে। কাস্টমাররা AirPods Pro 2nd কিনতে পারেন মাত্র 18,999 টাকায়। তবে অ্যাপল ওয়েবসাইটেও কোনও অফার দেওয়া হচ্ছে কি না, তা-ও একবার যাচাই করে নেওয়া উচিত। আর তা করতে গিয়েই আমাদের নজরে এল Apple অফিসিয়াল ওয়েবসাইটে AirPods Pro 2nd জেনারেশনের দান 24,900 টাকা। অর্থাৎ সেখানে প্রায় অফার নেই বললেই চলে।
সেরার সেরা অফারটি দিচ্ছে Amazon। তার উপরে আপনার কাছে যদি ICICI Amazon Pay কার্ড থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন আরও ভাল ডিসকাউন্ট। সেই অফারে আপনি পেয়ে যাবেন 950 টাকার ক্যাশব্যাক। ফলে, দ্বিতীয় প্রজন্মের AirPods Pro ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 18,049 টাকা।
তবে একবারে একটা এয়ারপডের জন্য যদি 18,000 টাকা খরচ করতে না চান, তাহলে সহজ কিস্তিতে এটি আপনি কিনতে পারেন। তার জন্য তিন মাসের নো কস্ট ইএমআই অফার থাকছে। তার জন্য আপনাকে অতিরিক্ত কোনও চার্জ বা ইন্টারেস্টও দিতে হবে না। তিন মাস যদি আপনি 6,000 টাকা করে খরচা করেন, তাহলেই বাড়ি নিয়ে আসতে পারবেন AirPods Pro 2nd জেনারেশন।
