Mist Fan: আপনার দিকে জলের ছিটেফোঁটা স্প্রে করবে এই FAN, সস্তায় ঘরে AC-র মতোই কনকনে ঠান্ডার পরিবেশ

MIST Fan India Price: আপনি যদি নতুন FAN কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এই Mist FANটি দেখতে পারেন। এই ফ্যানটি অনবদ্য, চলতে শুরু করলেই আপনার উদ্দেশ্যে সে ঠান্ডা হাওয়া স্প্রে করতে লাগবে।

Mist Fan: আপনার দিকে জলের ছিটেফোঁটা স্প্রে করবে এই FAN, সস্তায় ঘরে AC-র মতোই কনকনে ঠান্ডার পরিবেশ
মিস্ট ফ্যান আপনাকে মিষ্টি হাওয়া দেবে!!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 6:56 PM

Cooling FAN: গরম পড়তে না পড়তেই বাজারে AC-র চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। কিন্তু পকেট সঙ্গ দেয় না বলে সকলের পক্ষে AC কেনা সম্ভব হয় না। তখন এয়ার কন্ডিশনারের পরিবর্তে তাঁদের বিকল্পের সন্ধান করতে হয়। কেউ পাখা কেনেন কেউ আবার পোর্টেবল এসি বা মিনি ফ্যান দিয়ে কাজ সেরে নেন। এখন আপনিও যদি নতুন FAN কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এই Mist FANটি দেখতে পারেন। এই ফ্যানটি অনবদ্য, চলতে শুরু করলেই আপনার উদ্দেশ্যে সে ঠান্ডা হাওয়া স্প্রে করতে লাগবে। এই Mist FAN-এর চাহিদা গগনচুম্বী। তার কারণ, এর দামও খুব কম। তাই, ফ্যানটি আপনি কোথায় কিনতে পারবেন, কত টাকা খরচ করতে হবে এবং তার পরিবর্তে কী-কী পাবেন, মিস্ট ফ্যান সম্পর্কিত সব তথ্য আপনার জেনে রাখা উচিত।

Mist FAN আপনি অনলাইনেই ক্রয় করতে পারেন। তার জন্য আপনাকে India Mart থেকে এটি অর্ডার করতে হবে। এই ফ্যানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি আপনার উদ্দেশ্যে ঠান্ডা জল স্প্রে করতে সক্ষম হবে। সেই সঙ্গেই আবার ঠান্ডা হাওয়ায় আপনার বাড়ির পরিবেশটা কনেকনে করে দেবে। 26 ইঞ্চির এই মিস্ট ফ্যান কেনার জন্য আপনাকে 16,000 টাকা খরচ করতে হবে। এই পাখা দীর্ঘ সময়ের জন্য টেকসই হতে পারে। কারণ, এর ভিতরেরয়েছে 100% কপার মোটর। তার জন্যই আবার পাখার স্পিড নিয়েও আপনাকে এক ফোঁটাও চিন্তা করতে হবে না।

একটি সস্তার Mist FAN-ও আছে, যার নাম White Mist Fan। এই ফ্যানের দাম মাত্র 9,500 টাকা। এটিও আপনি India Mart থেকেই কিনতে পারবেন। সাদা রঙের হওয়ার ফলে এই ফ্যান দেখতে খুবই সুন্দর, তার ডিজ়াইনও অনন্য। এই মিস্ট ফ্যানের হাইট 6 ফুট পর্যন্ত হয়। এটিও ঠান্ডা জল স্প্রে করে আপনার ঘর ঠান্ডা করবে। তবে তার জন্য এই ফ্যানের ভিতরে আপনাকে জলও ভরতে হবে।

আরও একটি চমৎকার মিস্ট ফ্যান এই মুহূর্তে বাজারে খুবই জনপ্রিয়তা পেয়েছে, যার নাম Metal ইলেকট্রিসিটি Hlt Mist ফ্যান। এই Mist Fan-এর দাম 12,000 টাকা। পাখাটির উচ্চতা 7 ফুট। যাঁরা একটু উচ্চতা থেকে হাওয়া খেতে পছন্দ করেন, তাঁদের জন্য এই ফ্যানের বিকল্প নেই। এই ফ্যান আপনার বিদ্যুৎ বিলও অনেকটাই সাশ্রয় করতে পারে। অন্যান্য মিস্টের ফ্যানের মতোই এতেও রয়েছে 100% কপার মোটর, যার জন্য আপনাকে এর স্পিড নিয়ে ভাবতে হবে না।