AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire-Boltt Royale: দুর্ধর্ষ এই স্মার্টওয়াচে 4GB স্টোরেজ, দাম মাত্র 4,999 টাকা

Fire-Boltt Royale স্মার্টওয়াচটির দাম দেশের বাজারে মাত্র 4,999 টাকা। Amazon ও Fire-Boltt-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সংস্থার তরফে জানানো হয়েছে, 25 নভেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হবে। সেই দিন যাঁরা এই ঘড়িটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 250 টাকার ডিসকাউন্ট।

Fire-Boltt Royale: দুর্ধর্ষ এই স্মার্টওয়াচে 4GB স্টোরেজ, দাম মাত্র 4,999 টাকা
এসে গেল দুর্ধর্ষ স্মার্টওয়াচ।
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 3:11 PM
Share

দেশি ওয়্যারেবল প্রস্তুতকারক সংস্থা Fire-Boltt একটি চমৎকার স্মার্টওয়াচ লঞ্চ করেছে। নতুন স্মার্ট হাতঘড়িটির নাম Fire-Boltt Royale, যার দাম দেশের বাজারে মাত্র 4,999 টাকা। Amazon ও Fire-Boltt-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সংস্থার তরফে জানানো হয়েছে, 25 নভেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হবে। সেই দিন যাঁরা এই ঘড়িটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 250 টাকার ডিসকাউন্ট।

Fire-Boltt Royale: ফিচার ও স্পেসিফিকেশন

Fire-Boltt Royale স্মার্টওয়াচের লুক অসাধারণ। রোজ় গোল্ড, গোল্ড, ব্ল্যাক এবং সিলভার এই কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। হাতঘড়িটি সংস্থার লাগজ়ারি পোর্টফোলিওতে নিয়ে আসা হয়েছে। অল-মেটাল বিল্ডের এই স্মার্টওয়াচের গুণমান ও টেকসই নিয়ে ব্যবহারকারীদের কোনও চিন্তা করতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

Fire-Boltt-এর এই নতুন ঘড়িতে রয়েছে 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা অলওয়েজ়-অন ডিসপ্লে সাপোর্ট করছে। এই ডিসপ্লে 466 x 466 পিক্সেল রেজ়োলিউশন এবং 750 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। ফাংশনাল রোটেটিং ক্রাউন এবং অতিরিক্ত একাধিক বাটন যোগ করা হয়েছে ঘড়িটিতে। Fire-Boltt জানিয়েছে, এই ঘড়িটি 130টিরও বেশি ওয়াচ ফেস প্রদর্শন করতে পারবে।

ঘড়িটির সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল মিউজ়িক স্টোর করে রাখার জন্য তার বিশাল স্টোরেজ ক্যাপাসিটি। Fire-Boltt এই ঘড়িতে 4GB স্টোরেজ দিয়েছে শুধু ব্যবহারকারীদের গান শোনার জন্য। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কলিং প্রযুক্তি, যা কন্ট্যাক্ট এবং কল হিস্ট্রি সিঙ্কিংয়ে কাজে লাগবে।

একাধিক হেলথ্ ট্র্যাকিং ফিচার্স দেওয়া হয়েছে ঘড়িটিতে। এই স্মার্টওয়াচ যাঁরা পরিধান করবেন, তাঁরা SpO2 থেকে শুরু করে হার্ট রেট ট্র্যাকিং করতে পারবেন। তার থেকেও বড় কথা হল ঘড়িটিতে 300রও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। স্মার্টওয়াচটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মেই চলবে।