অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একাধিক নতুন ফিচার্স নিয়ে এল গুগল। মূলত ফোটোজ় এবং অ্যান্ড্রয়েড অটোর জন্যই এই সব ফিচার্স রোল আউট করেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। পাশাপাশি অ্যাপ পার্মিশনের জন্যও যোগ হতে চলেছে ইমোজি-সহ আরও একটি ফিচার। সম্প্রতি একটি ব্লগপোস্টে গুগল-এর তরফ থেকে এই সব ফিচার্স সম্পর্কে জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা গুগল-এর যে সব নতুন ফিচার পেতে চলেছেন, সেই সব কিছুই এক নজরে দেখে নেওয়া যাক।
গুগল ফোটোজ়ে হলিডে ও ফেস্টিভ মেমোরিজ়
এবার থেকে ইউজাররা গুগল ফোটোজ়ে মেমোরি দেখে নিতে পারবেন। এই মেমোরি চলে আসবে আপনার ফোনের গুগল ফোটোজ় অ্যাপের ঠিক ফোটো গ্রিডে।। নতুন বছরের সন্ধ্যা হোক বা হ্যালোউইন, জন্মদিন থেকে শুরু করে গ্র্যাজুয়েশন – একাধিক মাইলফলক সেই গ্রিডে ফিচার করবে। গুগল-এর তরফ থেকে ব্লগ পোস্টে এই পিচার সম্পর্কে লেখা হয়েছে, ‘প্রত্যেকটা মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে, রয়েছে বিশেষ রীতিনীতি। আর সেই সব মাথায় রেখেই এই অ্যাপে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কিছু কন্ট্রোলস, যার সাহায্যে রিনেম, পার্সোনালাইজ, কারেকশন বা সেই সব মেমোরি রিমুভও করতে পারবেন ইউজাররা।’
গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অটো অ্যাপে নতুন ফিচার্স
ইউজাররা এবার থেকে অ্যান্ড্রয়েড অটো সেটও করে নিতে পারবেন। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কোনও গাড়ি কানেক্ট করার সময় প্রতি মুহূর্তে ড্রাইভাররা কানেক্টেড থাকতে পারবেন। পাশাপাশি গুগল এবার স্মার্ট রিপ্লাই ফিচার নিয়ে আসছে, যার সাহায্যে ইউজাররা গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করে যে কোনও মুহূর্তে, যে কোনও টেক্সট মেসেজের রিপ্লাই করতে পারবেন। তার জন্য ইউজারদের রেসপন্ড বা ক্রিয়েট আ কাস্টম মেসেজ অপশনে এক বার ট্যাপ করলেই হয়ে যাবে। পাশাপাশি একটি নতুন অলওয়েজ়-অন প্লে বাটন ইউজারদের মিউজিক শুনতেও সাহায্য করবে। তার জন্যও এক বার ট্যাপ করতে হবে গ্রাহকদের। এছাড়াও খুব দ্রুততার সঙ্গে কোনও গান খোঁজার জন্য অ্যান্ড্রয়েড অটোতে গিয়ে ইউজাররা এবার থেকে ভয়েস সার্চও করতে পারবেন।
স্টিকার হিসেবে ইমোজির ব্যবহার
অ্যান্ড্রয়েড ইমোজি কিচেন এবার থেকে ইউজারদের ইমোজিকে স্টিকার হিসেবে ব্যবহার করতে দেবে। সেই স্টিকার আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং মনের মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। গুগল-এর তরফ থেকে বলা হচ্ছে, ছুটির সময় গ্রাহকদের আরও আনন্দ দিতেই এই স্টিকার ফিচারটি নিয়ে আসা হচ্ছে। আজ থেকেই জিবোর্ড বিটা ইউজারদের জন্য লেটেস্ট স্টিকার ফিটার রোলআউট করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত জিবোর্ড ইউজারদের কাছে এই ফিচারটি পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।