WhatsApp Pay Tips: হোয়াটসঅ্যাপ পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলাবেন কী ভাবে, জেনে নিন সহজ পদ্ধতি

WhatsApp Pay Bank Account Change: হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা অনেকেই পাঠান। কিন্তু সেখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও কেবল মাত্র প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টই ব্যবহার করার অপশন রয়েছে। কী ভাবে হোয়াটসঅ্যাপে পে-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, জেনে নিন।

WhatsApp Pay Tips: হোয়াটসঅ্যাপ পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলাবেন কী ভাবে, জেনে নিন সহজ পদ্ধতি
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 3:24 PM

গ্রাহকদের সুবিধার্থে ইন-চ্যাট পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেই হোয়াটসঅ্যাপ পে-র (WhatsApp Pay) মাধ্যমে গ্রাহকরা তাঁদের কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কোনও মানুষকে টাকা পাঠাতে পারেন। ইউপিআই (UPI) ভিত্তিক এই পেমেন্ট সিস্টেমে টাকা যেমন পাঠানো যায়, তেমনই আবার রিসিভও করা যায়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) কর্তৃক ডেভেলপড হোয়াটসঅ্যাপ পে-র ভারতে ট্রায়াল রান হয়েছিল ২০১৮ সালে। ২০২০ সালে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের কাছে এই ডিজিটাল পেমেন্টস ভারতে চালু করার অনুমোদও পেয়ে যায় হোয়াটসঅ্যাপ। তবে কোভিড অতিমারির কারণে ভারতে চালু করতে দেরি হলেও এখন তা ১০ মিলিয়ন ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উপলব্ধ।

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে ইউজারদের প্রথমেই কোনও একটা কন্ট্যাক্টে টাকা পাঠাতে হয়। অপর প্রান্তের ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট আসার পরই একজন ইউজার নিজেদের হোয়াটসঅ্যাপে ইউপিআই অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। আর সেই ইউপিআই আইডি হোয়াটসঅ্যাপে একবার অ্যাক্টিভেট হয়ে গেলেই যে কোনও কন্ট্যাক্টে একজন ইউজার টাকা পাঠাতে পারেন। ইউপিআই আইডি ব্যবহার করেই তাঁদের টাকা পাঠাতে হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টে নেই এমন ব্যক্তিকে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

এখনও পর্যন্ত যে সব ইউজার হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাননি, তাঁরা শুরু করে দিতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতিটি খুবই সহজ এবং ঝক্কিহীন। চ্যাটে গেলে অ্যাটাচমেন্ট অপশনের পাশেই ইউজাররা দেখতে পাবেন একটি রুপি সাইন। সেখানে ট্যাপ করলেই প্রক্রিয়াটি শুরু করা যাবে।

এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম তার গ্রাহকদের টাকা পাঠানোর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালান্সও চেক করতে দেয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ পেমেন্টস অ্যাকাউন্টে একজন ব্যবহারকারী একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। আর যখন আপনি একের বেশি অ্যাকাউন্ট যোগ করবেন, তখন হোয়াটসঅ্যাপ আপনাকে প্রাইমারি অ্যাকাউন্টটি বাছতে দেবে। আবার কোনও ইউজার যদি কয়েকদিন হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করার পরে সেটি যদি আর সচল রাখতে না চান, তাহলে একটি বা সবকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টই তিনি হোয়াটসঅ্যাপ পে থেকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন।

হোয়াটসঅ্যাপ পেমেন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী ভাবে বদলাবেন?

অ্যান্ড্রয়েড

পদ্ধতি ১ – আপনার মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।

পদ্ধতি ২ – ড্রপ ডাউন মেনু থেকে ‘মোর অপশনস’ বেছে নিন।

পদ্ধতি ৩ – ওই ড্রপ ডাউন মেনুতেই এবার ‘পেমেন্টস’ অপশনটি বেছে নিন।

পদ্ধতি ৪ – যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি প্রাইমারি হিসেবে সেট করতে চান, সেটি সিলেক্ট করুন।

পদ্ধতি ৫ – এবার ড্রপ ডাউন মেনু থেকে ‘মেক প্রাইমারি অ্যাকাউন্ট’ অপশনটি বেছে নিন।

আইফোন

পদ্ধতি ১ – প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন এবং সেটিংস মেনুতে চলে যান।

পদ্ধতি ২ – সেটিংস মেনু থেকে পেমেন্টস অপশনে ক্লিক করুন।

পদ্ধতি ৩ – যে অ্যাকাউন্টটি প্রাইমারি হিসেবে রাখতে চান, সেটি সিলেক্ট করুন।

পদ্ধতি ৪ – সবশেষে ড্রপ ডাউন মেনু থেকে ‘মেক প্রাইমারি অ্যাকাউন্ট’ অপশনটি সিলেক্ট করুন।

হোয়াটসঅ্যাপ পেমেন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন কী ভাবে

পদ্ধতি ১ – হোয়াটসঅ্যাপে নেভিগেট করুন।

পদ্ধতি ২ – ড্রপ ডাউন মেনু থেকে পেমেন্টস অপশনটি বেছে নিন।

পদ্ধতি ৩ – যে বা যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, সেটি বা সেগুলি ড্রপ ডাউন মেনু থেকে ডিলিট করে দিন।

পদ্ধতি ৪ – এবার ড্রপ ডাউন মেনুতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করে দিন।

আরও পড়ুন: লক করে রাখা ফেসবুক প্রোফাইলের ছবি দেখবেন কী ভাবে? জেনে নিন সহজ উপায়

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ওয়েবে যোগ হল নতুন সুরক্ষা স্তর, ট্রাফিক লাইটের মতো কাজ করবে কোড ভেরিফাই!

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়, যদি জানা থাকে এই ট্রিকস