Whatsapp Holi Stickers: হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন ‘হোলি স্পেশ্যাল’ স্টিকার? অ্যানড্রয়েড ও আইফোনের জন্য রইল কয়েকটি সহজ পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 17, 2022 | 7:03 PM

Whatsapp Holi Stickers: চট করে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে (Whatsapp) কীভাবে হোলি স্পেশ্যাল স্টিকার (Holi Special Sticker) ডাউনলোড করবেন। আর কীভাবেই বা তা পাঠাবেন কনট্যাক্ট লিস্টে থাকা পছন্দের মানুষকে।

Whatsapp Holi Stickers: হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন হোলি স্পেশ্যাল স্টিকার? অ্যানড্রয়েড ও আইফোনের জন্য রইল কয়েকটি সহজ পদ্ধতি
হোলি স্পেশ্যাল হোয়াটসঅ্যাপ স্টিকার। Photo Credit: Firstpost

Follow Us

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে রঙের উৎসব। তবে হোলির এমন শুভ দিনে অনেকেই হয়তো প্রিয়জনের থেকে দূরে রয়েছেন। কেউ বা আছেন পরিবারের থেকে অনেক দূরে। তাই শুভেচ্ছা জানাওর জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমই ভরসা। এবার তাহলে চট করে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে কীভাবে হোলি স্পেশ্যাল স্টিকার ডাউনলোড করবেন। আর কীভাবেই বা তা পাঠাবেন কনট্যাক্ট লিস্টে থাকা পছন্দের মানুষকে।

অ্যানড্রয়েড ফোনে কীভাবে হোয়াটসঅ্যাপে হোলি স্পেশ্যাল স্টিকার ডাউনলোড করবেন?

হোয়াটসঅ্যাপের মেসেজ টাইপিং বক্সের বাঁদিকে রয়েছে ইমোজির ছবির। সেখানে ক্লিক করলে আপনি স্টিকারের অপশন পাবেন স্ক্রিনের নীচের দিকে মাঝ বরাবর। এবার স্টিকার অপশনে প্রথমে ক্লিক করতে হবে। এরপর ডানদিকের কোণে থাকা ‘+’ চিহ্নে ক্লিক করলে স্টিকার লাইব্রেরি খুলে যাবে আপনার সামনে। স্ক্রল করে ‘গেট মোর স্টিকার’ অপশনে যেতে হবে। তারপর সেটিকে ট্যাপ করে খুলতে হবে। এবার একগুচ্ছ হোলি স্টিকারের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দের স্টিকার। যদি কোনওভাবে হোলি স্টিকার খুঁজে না পান তাহলে প্লেস্টোরের লোগোতে ক্লিক করলে অনেক বেশি সংখ্যক স্টিকার দেখতে পাবেন।

আইফোনে কীভাবে হোয়াটসঅ্যাপে হোলি স্টিকার ডাউনলোড করবেন?

প্রথমে আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার যে ব্যক্তিকে স্টিকার পাঠাতে চান, তাঁর চ্যাটবক্স খুলুন। টেক্সট বারে ত্যাপ করে ডানদিকে থাকা স্টিকার ট্যাবে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপে যত স্টিকার রয়েছে সমস্ত অপশন খুলে যাবে। পছন্দসই স্টিকার প্যাক বেছে নিয়ে তা ডাউনলোড করুন। একবার এই স্টিকার প্যাক ডাউনলোড হয়ে গেছে তা লাইব্রেরিতে পাওয়া যাবে।

প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে কীভাবে হোয়াটসঅ্যাপ হোলি স্টিকার ডাউনলোড করবেন?

গুগল প্লে স্টোরে হোলি থিমের স্টিকার খোঁজার জন্য ‘হোলি হোয়াটসঅ্যাপ স্টিকার’ বা ‘হোয়াটসঅ্যাপ স্টিকার ফর হোলি’- এই ট্যাগ দিয়ে সার্চ করতে হবে। এরপর ডাউনলোড করে স্টিকার প্যাক ইনস্টল করতে হবে। আর সেখানে অতি অবশ্যই ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে গেলে এই স্টিকার প্যাক খুঁজে পাবেন ইউজাররা। একই পদ্ধতিতে আইফোনের ক্ষেত্রেও হোলি থিমের স্টিকার পাওয়া যাবে।

আরও পড়ুন- Netflix Account Share: প্রিয়জনের সঙ্গে নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার করেন? আপনাকে এবার অতিরিক্ত টাকা গুনতে হবে

আরও পড়ুন- The Kashmir Files WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি ডাউনলোডের ভুয়ো লিঙ্ক, ক্লিক করলেই পথে বসতে হতে পারে!

আরও পড়ুন- boAt Wave Pro 47: এই প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টওয়াচ নিয়ে এল বোট, দাম ৩,১৯৯ টাকা, দেখা যাবে ক্রিকেট স্কোর

Next Article