WhatsApp Tips: এখন নিজেকেও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন! কী ভাবে জানেন?

Send WhatsApp Message To Yourself: এবার আপনি চাইলে নিজেকেও একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। পাঠাতে পারেন ছবি, ভিডিয়ো বা জরুরি কোনও ডকুমেন্ট। কী ভাবে এই কাজটি করবেন, জেনে নিন।

WhatsApp Tips: এখন নিজেকেও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন! কী ভাবে জানেন?
নিজেকে হোয়াটসঅ্যাপ করে রাখার অনেক সুবিধা! প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 10:26 PM

হোয়াটসঅ্যাপ (WhatsApp) আমাদের দৈনন্দিন জীবনে একবারে আষ্টেপৃষ্ঠে মিশে গিয়েছে। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর রাতে আবার ঘুমাতে যাওয়া ইস্তক ঘনঘন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি নিজের জন্য কিছু নোট রাখতে পারেন না। আবার অনেক সময় এমন অনেক দরকারি ছবি বা গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, যেগুলি নিজেকে (WhatsApp Message To Yourself) একবার পাঠিয়ে রাখলে তা জরুরি সময়ে দেখে নিতে সুবিধা হয়। অনেক দিন ধরেই এই ফিচার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আপনার জেনে রাখা উচিৎ যে, হোয়াটসঅ্যাপে ‘ক্লিক টু চ্যাট’ (Click To Chat) নামক একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি জরুরি টেক্সট, মিডিয়া, এমনকি দরকারি ডকুমেন্ট পর্যন্ত নিজেকে পাঠিয়ে রাখতে পারেন।

আসলে এই ফিচারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে যে কারও সঙ্গে চ্যাট করতে পারেন। আর তার জন্য আপনাকে নম্বরও সেভ করে রাখার দরকার হবে না। এই ফিচার ব্যবহার করে আপনি নিজের নম্বরেও একটা মেসেজ পাঠাতে পারেন। মনে রাখতে হবে, যে নম্বরেই আপনি মেসেজ পাঠান না কেন, সেই নম্বরটিতে কেবল হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করে রাখতে হবে।

নিজেকে কী ভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন

১) আপনার স্মার্টফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। নিশ্চিত করুন যে নম্বরটিতে মেসেজ পাঠাবেন, সেটিতে যেন হোয়াটস্যাপ অ্যাক্টিভেট করা থাকে এবং একটি যেন ইন্টারনেট কানেকশনও থাকে। আর আপনার নম্বরটিতে হোয়াটসঅ্যাপ তো অবশ্যই থাকবে। কারণ, সেই নম্বর থেকেই তো আপনি অন্যদের হোয়াটসঅ্যাপ করে থাকেন। এবার সেই নম্বর থেকে সেই নম্বরেও আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন।

২) এবার আপনার অ্যাড্রেস বারে গিয়ে ‘wa.me//’ এই অ্যাড্রেসটি কপি ও পেস্ট করুন এবং তার পরে আপনার নম্বরটি দিয়ে দিন। পাশাপাশি আপনাকে দিতে হবে আপনার কান্ট্রি কোড (ভারতের ক্ষেত্রে 91)। নচেৎ হোয়াটসঅ্যাপ আপনার ফোন নম্বরটিকে ইনভ্যালিড হিসেবে গণ্য করবে। উদাহরণ হিসেবে, অ্যাড্রেস বারে আপনার নম্বরটি দেওয়ার পরে ঠিক ‘wa.me//91XXXXXXXXXX’ এরকম দাঁড়াবে।

৩) আপনি যেই আপনার ফোন নম্বরটি টাইপ করলেন, আপনাকে নিয়ে যাওয়া হবে একটি হোয়াটসঅ্যাপ পেজে। সেই পেজে আসবে একটি চ্যাট বার, যেখানে সবার প্রথমে দেখতে পাবেন আপনার নম্বরটি। এবার আপনার সামনে একটি বক্সও হাজির হবে, যেখানে লেখা থাকবে ‘কন্টিনিউ টু চ্যাট’। সেই অপশনে ক্লিক করুন।

৪) এত ক্ষণ পর্যন্ত সবকটা কাজ আপনি ঠিক ভাবে করে ফেলতে পারলেই, হোয়াটসঅ্যাপ আপনাকে একটি উইন্ডোতে আপনার সমস্ত চ্যাট থাকবে, যেখানে আপনি নিজের নম্বরটিও দেখতে পাবেন।

৫) এবার যখন নিজের নম্বরটি দেখতে পেলেন, তখন সেই নম্বরে মেসেজ পাঠাতে পারেন, আবার ছবি, ভিডিয়ো বা দরকারি কোনও ডকুমেন্টও পাঠাতে পারেন।

মনে রাখতে হবে, এই পদ্ধতি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ফোন ভার্সন দুটির ক্ষেত্রেই এক।

আরও পড়ুন: আপনার ফেসবুক প্রোফাইলে বারবার কার নজর? হাতেনাতে ধরুন এই সহজ উপায়ে

আরও পড়ুন: এই গরমে ছটফট করার আগেই একটা এসি ভাড়া করে নিন! খরচ হবে মাত্র ১৫০০ টাকা, কী ভাবে নেবেন?

আরও পড়ুন: কানেকশন নেওয়া থেকে বিভিন্ন প্ল্যানের খরচ, জিওফাইবার ও এয়ারটেল এক্সট্রিমের মধ্যে সেরা কে? ইন্টারনেট স্পিডেই বা কে এগিয়ে?