AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jabra এই প্রথম প্রিমিয়াম ইয়ারবাড নিয়ে এল, Elite 8 Active ও Elite 10-এর দাম ও ফিচার্স জেনে নিন

Jabra Elite 8 Active ভারতে লঞ্চ করা হয়েছে 17,999 টাকায়। একাধিক কালার অপশন রয়েছে এই ইয়ারবাডের। অন্য দিকে Elite 10 লঞ্চ করা হয়েছে 20,999 টাকায়। 20 সেপ্টেম্বর থেকে এই দুটি ডিভাইসের বিক্রিবাট্টাও শুরু হয়ে গিয়েছে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন চ্যানেল থেকে ডিভাইস দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Jabra এই প্রথম প্রিমিয়াম ইয়ারবাড নিয়ে এল, Elite 8 Active ও Elite 10-এর দাম ও ফিচার্স জেনে নিন
'জাবরা ফ্যান' হওয়ার মতো ইয়ারবাড!
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 2:35 PM
Share

Jabra ভারতে এই প্রথম প্রিমিয়াম TWS ইয়ারবাড নিয়ে এল। একটি নয়, একসঙ্গে দুটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে এসেছে ব্র্যান্ডটি। ডিভাইস দুটির নাম Jabra Elite 8 Active এবং Elite 10। দুটি ইয়ারবাডকেই বলা হচ্ছে, Jabra-র সবথেকে অ্যাডভান্সড ইয়ারবাড। দেশের বাজারে Jabra জনপ্রিয় হয়েছে মূলত কলিংয়ের জন্য পরিষ্কার অডিও কোয়ালিটি অফার করার জন্যই। এখন এই নতুন Elite সিরিজ়ের মাধ্যমে আপনি যেমন আরামদায়ক সাউন্ড কোয়ালিটি উপভোগ করবেন, তেমনই আবার প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির সুন্দর মিশ্রণও থাকছে এই ইয়ারবাডে।

Jabra Elite 8 Active এবং Elite 10: দাম ও অন্যান্য তথ্য

Jabra Elite 8 Active ভারতে লঞ্চ করা হয়েছে 17,999 টাকায়। একাধিক কালার অপশন রয়েছে এই ইয়ারবাডের। অন্য দিকে Elite 10 লঞ্চ করা হয়েছে 20,999 টাকায়। 20 সেপ্টেম্বর থেকে এই দুটি ডিভাইসের বিক্রিবাট্টাও শুরু হয়ে গিয়েছে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন চ্যানেল থেকে ডিভাইস দুটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। Sony WF-1000XM সিরিজ়, AirPods Pro এবং Sennheiser Momentum-সহ এই মুহূর্তের একাধিক প্রিমিয়াম ইয়ারবাডের সঙ্গে টক্কর দিতে পারবে Jabra Elite 8 Active এবং Elite 10।

Jabra Elite 8 Active এবং Elite 10: ফিচার ও স্পেসিফিকেশন

Jabra Elite 8 Active ইয়ারবাডটি IP68 রেটিং প্রাপ্ত, যার ফলে ডিভাইসটি ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্ট। Jabra-র তরফ থেকে দাবি করা হয়েছে, দুটি ইয়ারবাডই 1m ড্রপ-রেজ়িস্ট্য়ান্ট এবং চার্জিং কেসটি ডাস্ট ও স্প্ল্যাশ-প্রুফ প্রোটেকশনের জন্য IP54 রেটিং প্রাপ্ত। দুটি ইয়ারবডই টেকসই। পড়ে গেলে বা কোনও ভাবে আঘাতপ্রাপ্ত হলেও কোনও ক্ষতি হবে না।

ইয়ারবাডে ডলবি অডিওর মাধ্যমে ক্রিস্টাল সাউন্ড অফার করছে Jabra। অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশনও সাপোর্ট করছে। 6-মিক টেকনোলজি দেওয়া হয়েছে। আপনি যখন কোথাও কল করবেন, পারিপার্শ্বিকের গোলযোগ মুক্ত রাখতে সাহায্য করবে এই প্রযুক্তি। গুগল অ্যাসিস্ট্যান্ট, ফাস্ট পেয়ার-সহ আরও বেশ কিছু চিত্তাকর্ষক ফিচার্স রয়েছে এতে। Jabra-র তরফ থেকে বলা হয়েছে, এক চার্জে আট ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে এটি। আবার কেসের ভিতরে যদি রাখা হয়, তাহলে তা 32 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

Elite 10 ইয়ারবাডটি অপ্টিমাইজ় করা হয়েছে ডলবি অ্যাটমস দিয়ে। পরিণত সেমি-ওপেন ডিজ়াইন রয়েছে এর। ফলে, কানের উপরে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না ডিভাইসটি। এই ইয়ারবাড আপনি যদি কেসের ভিতরে রাখেন, তাহলে 27 ঘণ্টার ব্যাকআপ পাবেন। আর কেসের ভিতরে না-রেখে আপনি যদি তা কানে রেখে ব্যবহার করেন, তাহলে এই ব্যাকআপ সামান্য কম পাওয়া যাবে। রয়েছে JabraAdvanced ANC, যা 2X নয়েজ় ব্লক করতে পারবে।