AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lenovo ThinkVision New Laptops: বড় ডিসপ্লের তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করল লেনোভো, থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫-এর দাম ও ফিচার্স জেনে নিন

লেনেভোর থিঙ্কভিজ়ন সেগমেন্টেই যোগ করা হল লেটেস্ট তিনটি ল্যাপটপ। এই মডেলগুলি হল যথাক্রমে, লেনোভো থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫ (Lenovo ThinkVision T86, T75 And T65)।

Lenovo ThinkVision New Laptops: বড় ডিসপ্লের তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করল লেনোভো, থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫-এর দাম ও ফিচার্স জেনে নিন
বীভৎস ডিসপ্লে
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 5:42 PM
Share

কনফারেন্স রুম ও ক্লাসরুমে ব্যবহার করার জন্য তিনটি বড় ডিসপ্লের ল্যাপটপ নিয়ে এল লেনোভো। এই ধরনের ল্যাপটপকে বলা হয় লার্জ ফরম্যাট ডিসপ্লে (LFD)। লেনেভোর থিঙ্কভিজ়ন সেগমেন্টেই যোগ করা হল লেটেস্ট এই তিনটি ল্যাপটপ। এই মডেলগুলি হল যথাক্রমে, লেনোভো থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫ (Lenovo ThinkVision T86, T75 And T65)।

একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই সব ল্যাপটপে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, 4K ডিসপ্লে, ইন্টিগ্রেটেড হোয়াইটবোর্ড সফ্টওয়্যার, মাইক্রোফোন ও বিল্ট-ইন স্পিকার্স এবং ভিডিয়ো কনফারেন্সিং মডিউলার ওয়েবক্যাম। প্রতিটি ল্যাপটপেই রয়েছে কোয়াড-কোর প্রসেসর এবং সফ্টওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই।

লেনোভো থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫ স্পেসিফিকেশনস

সদ্য লঞ্চ হওয়া এই ল্যাপটপগুলির একাধিক সাইজ রয়েছে। এদের মধ্যে থিঙ্কভিজ়ন টি৮৬ মডেলে রয়েছে একটি ৮৬ ইঞ্চির ডিসপ্লে, দ্বিতীয় থিঙ্কভিজ়ন টি৭৫ মডেলে ৭৫ ইঞ্চির ডিসপ্লে এবং লেনোভো থিঙ্কভিজ়ন টি৬৫ মডেলে একটি ৬৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই তিনটি স্ক্রিনেই 4K রেজোলিউশন পাওয়া যাবে, পিক ব্রাইটনেস ৪০০ নিটস, অ্যান্টি-গ্লেয়ার কোটিং এবং ২০ পয়েন্ট IR টাচ এবং তার সঙ্গে ১mm টাচ প্রিসিশন থাকছে।

প্রতিটি মডেলেই পারফরম্যান্সের জন্য কোয়াড-কোর প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে ৪জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। ৪জিবি র‌্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশিই আবার থাকছে গ্রাফিক্সের জন্য Arm Cortex-A73 CPU। সফ্টওয়্যার হিসেবে এই মডেলগুলিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই আউট অফ দ্য বক্স।

ইনবিল্ট স্মার্ট হোয়াইটবোর্ড ক্যাপাবিলিটির সাহায্যে ইউজাররা একই তলে স্কেচ করতে পারবেন। আর এই ফিচার্সের জন্যই ইদানিং কালের সমস্ত ল্যাপটপের থেকে আলাদা হল ThinkVision LFD। পাশাপাশি আবার যে কোনও বড় কনফারেন্স রুমের ক্ষেত্রেও এই ধরনের ল্যাপটপের জুড়ি মেলা ভার। বিল্ট-ইন অ্যাপ থেকে ভিডিয়ো ট্রান্সমিটও করতে পারবে এই ল্যাপটপগুলি। পাশাপাশি আবার টাচ-স্ক্রিন মনিটর হিসেবেও অপারেট করা যাবে। পরবর্তীতে কেবেল কানেকশন বা লেনোভো-ব্র্যান্ডেড ‘W20’ ডঙ্গেলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে কোনও তার ছাড়াই কানেক্ট করা যাবে।

দুটি ১৫ ওয়াটের স্পিকার এবং মাইক্রোফোন অ্যারে রয়েছে, যাতে ভয়েস-ট্র্যাকিং ফাংশনালিটি রয়েছে। এছাড়াও এই ল্যাপটপগুলির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে AI এনহ্যান্সড ওয়েবক্যাম। এই ওয়েবক্যামের মধ্যে আবার রিমুভেবল ক্যামেরা রয়েছে, যাতে ১/২.৮ ইঞ্চির সেন্সর দেওয়া হয়েছে এবং তা ভিডিয়ো কনফারেন্সের সময় 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে ১২২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ৪এক্স ডিজিটাল জুম সহযোগে। এই স্ক্রিনের ঠিক উপরেই রয়েছে একটি USB Type-C চার্জিং পোর্ট, যার সাহায্যে ইউজাররা খুব সহজেই কানেক্ট করতে পারবেন।

কানেক্টিভিটির দিক থেকে এই ল্যাপটপগুলি ঢেলে সাজানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ব্লুটুথ এবং ডুয়াল ওয়াইফাই মডিউল। একটি HDMI 2.0 পোর্ট, একটি USB 3.0 পোর্ট, একটি USB Type-C পোর্ট এবং একটি USB টাচ পোর্টও রয়েছে এই লেনোভো থিঙ্কভিজ়ন ল্যাপটপে।

লেনোভো থিঙ্কভিজ়ন টি৮৬, টি৭৫ এবং টি৬৫ দাম ও উপলব্ধতা

লেনোভো থিঙ্কভিজ়ন টি৮৬ ল্যাপটপের দাম ৭৯৯৯ মার্কিন ডলার বা ৬.০৮ লাখ টাকা। লেনোভো থিঙ্কভিজ়ন টি৭৫ ল্যাপটপের দাম ৬৯৯৯ মার্কিন ডলার বা ৫.৩২ লাখ টাকা। আবার লেনোভো থিঙ্কভিজ়ন টি৬৫ ল্যাপটপের দাম ৪৯৯৯ মার্কিন ডলার ৩.৮ লাখ টাকা। ২০২২ সালের এপ্রিল মাস থেকেই কেনাকাটির জন্য উপলব্ধ হবে ল্যাপটপগুলি। তবে এই থিঙ্কভিজ়ন মডেলগুলি ভারতে কবে নাগাদ লঞ্চ হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: OnePlus Community Sale 2021: অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ সেল, একাধিক ওয়ানপ্লাস স্মার্টফোনে দুর্দান্ত ছাড়!

আরও পড়ুন: Honor Play 30 Plus 5G: দুর্দান্ত এই স্মার্টফোন লঞ্চ হল ১৪ হাজার টাকারও কম দামে, দেখে নিন ফিচার্স

আরও পড়ুন: WhatsApp Latest Feature: হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্যে থাকছে একাধিক চমক, ক্যামেরা থেকে শুরু করে গ্রুপ চ্যাটে নয়া বদল…