Noise ColorFit Icon Buzz: ভারতে প্রথম ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করল নয়েজ় সংস্থা, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 03, 2022 | 11:39 PM

এই ওয়ারেবল ডিভাইসের সাহায্যে ফোন করা, গান শোনা, আবহাওয়ার আপডেট জানা যাবে। একটা স্মার্টওয়াচের সাহায্যেই একাধিক প্রয়োজনীয় কাজ করা যাবে।

Noise ColorFit Icon Buzz: ভারতে প্রথম ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করল নয়েজ় সংস্থা, দাম কত?
Photo Credit: Gizbot

Follow Us

নয়েজ় সংস্থার (Noise) প্রথম ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth calling feature) যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। এই ওয়ারেবল ডিভাইসের নাম নয়েজ় কালারফিট আইকন বাজ স্মার্টওয়াচ (Noise ColorFit Icon Buzz smartwatch)। একগুচ্ছ নতুন আধুনিক ও উন্নত ফিচার রয়েছে নয়েজ় সংস্থার এই ওয়ারেবল ডিভাইসে। ২৪×৭ হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট, বিভিন্ন স্পোর্টস মোড রয়েছে নয়েজ় সংস্থার প্রথম ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ভয়েস কলিং সাপোর্ট। অর্থাৎ এই স্মার্টওয়াচের সাহায্যেই ইউজাররা সরাসরি তাঁদের ফোনে আসা কল ধরতে এবং ছাড়তে বা কাটতে পারবেন। কবজিতে বাঁধা থাকা স্মার্টওয়াচের সাহায্যেই যাবতীয় কাজকর্ম হবে।

এই স্মার্টওয়াচের লঞ্চ ভারতে ঘোষণার পর টুইটারে নয়েজ় সংস্থা জানিয়েছে যে, তাদের এই ওয়ারেবল ডিভাইসের সাহায্যে ফোন করা, গান শোনা, আবহাওয়ার আপডেট জানা যাবে। একটা স্মার্টওয়াচের সাহায্যেই একাধিক প্রয়োজনীয় কাজ করা যাবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ওয়েবসাইট থেকেই এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে। ভারতে নয়েজ় কালারফিট আইকন বাজ স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। এর আগেও ভারতে একাধিক স্মার্টওয়াচ লঞ্চ করেছে নয়েজ় সংস্থা। তবে ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ এই প্রথম দেশে লঞ্চ করেছে নয়েজ় সংস্থা। আর অত্যাধুনিক ফিচার অনুযায়ী এই ওয়ারেবল ডিভাইসের দামও ঠিকই রয়েছে বলে মনে করছেন গ্যাজেট বিশেষজ্ঞদের একাংশ।

নয়েজ় কালারফিট আইকন বাজ স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা

আসলে ভারতে এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা। কিন্তু ছাড় দিয়ে ৩৪৯৯ টাকায় এই ওয়ারেবল ডিভাইস দেশে বিক্রি করছে নয়েজ় সংস্থা। তবে এই ইন্ট্রোডাক্টরি অফার দ্রুত শেষ হয়ে যাবে বলে শোনা গিয়েছে। তখন আবার ৪৯৯৯ টাকাতেই নয়েজ় সংস্থার এই নতুন আধুনিক স্মার্টওয়াচ কিনতে হবে ক্রেতাদের। ভারতে জেট ব্ল্যাক, মিডনাইট গোল্ড, অলিভ গোল্ড এবং সিলভার গ্রে— এই চার রঙে লঞ্চ হয়েছে নয়েজ় কালারফিট আইকন বাজ স্মার্টওয়াচ। অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়াও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে। এই স্মার্টওয়াচে একটি ১.৬৯ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি- র সাপোর্ট। একগুচ্ছ হেলথ ট্র্যাকার রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। তবে মূল আকর্ষণ হল ব্লুটুথ কলিং ফিচার। কারণ এই ফিচারের সাহায্যেই এই স্মার্টওয়াচের মাধ্যমে ফোন করা যাবে।

আরও পড়ুন- Whatsapp: হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিটের ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের সময়সীমা বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি

আরও পড়ুন- Redmi Smart Band Pro: ৯ ফেব্রুয়ারি ভারতে আসছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো, দাম কত হতে পারে?

আরও পড়ুন- Smartphone’s Battery Backup: স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ কীভাবে বাড়াবেন? জেনে নিন ৬টি সহজ পদ্ধতি