Oppo K9 Smart TV Series: আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো কে৯ স্মার্ট টিভি সিরিজ
বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে যে, ২০২২ সালের প্রথম কোয়ার্টার অর্থাৎ প্রথম তিনমাসের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে ওপ্পো কে৯ সিরিজের এই স্মার্ট টিভি।
ওয়ানপ্লাস এবং রিয়েলমির পর এবার ভারতে স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে ওপ্পো। খুব তাড়াতাড়িই চিনের সংস্থা ওপ্পোর কে৯ সিরিজের স্মার্ট টিভি ভারতে বাজারে আসবে বলে শোনা গিয়েছে। 91Mobiles- এর একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। ভারতে ওয়ানপ্লাস এবং রিয়েলমির স্মার্ট টিভির বাজার বেশ ভালোই। আর তাই এবার বাজার ধরতে ভারতে স্মার্ট টিভির সিরিজ লঞ্চ করতে উদ্যোগী হয়েছে চিনা কোম্পানি ওপ্পো। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বেশ অনেকদিন ধরেই রমরমিয়ে ব্যবসা করছে ওপ্পোর বিভিন্ন স্মার্টফোন। এবার পালা স্মার্ট টিভির। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ওপ্পোর স্মার্ট টিভিও ফোনের মতোই ভারতে ভাল ব্যবসা করতে পারবে।
ভারতে ওপ্পো সংস্থা তাদের যে কে৯ সিরিজের স্মার্ট টিভি লঞ্চের কথা বলছে, সেই স্মার্ট টিভি সিরিজ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। চিনে ওপ্পো কে৯ সিরিজের যেসমস্ত স্মার্ট টিভি বিক্রি হয়, তার মধ্যে সবচেয়ে বড় টিভির স্ক্রিন সাইজ ৭৫ ইঞ্চি। এখানে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলসিডি প্যানেল। এই ডিসপ্লেতে আবার HDR10+ এবং HLG সাপোর্টও রয়েছে। ওপ্পো কে৯ সিরিজের স্মার্ট টিভিতে রয়েছে MediaTek প্রসেসর এবং সংস্থার ColorOS TV ২.০ সফটওয়্যারের সাহায্যে পরিচালিত হয় এই টিভি।
বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে যে, ২০২২ সালের প্রথম কোয়ার্টার অর্থাৎ প্রথম তিনমাসের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে ওপ্পো কে৯ সিরিজের এই স্মার্ট টিভি। তবে ভারতে ওপ্পো কে৯ সিরিজের স্মার্ট টিভির সব মডেল লঞ্চ হবে, নাকি বাছাই করা কিছু টিভি লঞ্চ হবে— এটা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন- Xiaomi TWS 3 Pro: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই ইয়ারবাডস, থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার