Portronics Sound Slick III: নতুন সাউন্ডবার লঞ্চ করল পোর্ট্রোনিকস, দাম মাত্র ৪,১৯৯ টাকা, ফিচার্স জেনে নিন

Portronics New Soundbar: পোট্রোনিকস সাউন্ড স্লিক III সাউন্ডবারে রয়েছে ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি, USB পোর্ট যা MP3 এবং WMA ফাইল রিড করতে পারে। অন্যান্য কানেক্টিভিটি অপশনের দিক থেকে রয়েছে HDMI ARC, একটি ৩.৫mm হেডফোন জ্যাক এবং একটি অপ্টিক্যাল পোর্ট।

Portronics Sound Slick III: নতুন সাউন্ডবার লঞ্চ করল পোর্ট্রোনিকস, দাম মাত্র ৪,১৯৯ টাকা, ফিচার্স জেনে নিন
পোট্রোনিকসের নতুন সাউন্ডবার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 11:05 AM

বুধবার ভারতে একটি দুর্দান্ত সাউন্ডবার লঞ্চ করল পোর্ট্রোনিকস। কোম্পানির সেই লেটেস্ট সাউন্ডবারের নাম পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III (Portronics Sound Slick III)। এই নতুন সাউন্ডবার ৮০ ওয়াট সামগ্রিক আউটপুট দিতে সক্ষম এবং তার সঙ্গে মিলবে ‘থ্রিডি-র মতো সাউন্ড’, যা এর দুটি ড্রাইভার ইউনিট থেকেই আসছে। পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III সাউন্ডবারে রয়েছে ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি, USB পোর্ট যা MP3 এবং WMA ফাইল রিড করতে পারে। অন্যান্য কানেক্টিভিটি অপশনের দিক থেকে রয়েছে HDMI ARC, একটি ৩.৫mm হেডফোন জ্যাক এবং একটি অপ্টিক্যাল পোর্ট। এই সাউন্ডবার পোর্টেবল করা হয়েছে যাতে ব্যবহারকারীরা যে কোনও জায়গায় বহন করতে পারেন।

পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III ভারতে দাম ও উপলব্ধতা

এই পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III ভারতে লঞ্চ করা হয়েছে ৪,১৯৯ টাকা দামে। সংস্থার অফিসিয়াল স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং দেশের অন্যান্য অনলাইন ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে এই সাউন্ডবার। মাসের ওয়ারান্টি পাওয়া যাবে এই সাউন্ডবার ক্রয় করলে। কেবল মাত্র কালো রঙেরই এই পোট্রোনিকস সাউন্ড স্লিক III কিনতে পারবেন কাস্টোমাররা।

পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III স্পেসিফিকেশনস, ফিচার্স

সদ্য লঞ্চ হওয়া এই পোর্ট্রোনিকস সাউন্ড স্লিক III সাউন্ডবারে রয়েছে দুটি ড্রাইভার, যেগুলি ৮০ ওয়াট পর্যন্ত সামগ্রিক সাউন্ড আউটপুট এবং 3D-র মতোই সারাউন্ড সাউন্ড রিক্রিয়েট করতে পারে। ব্লুটুথ ভি৫ ব্যবহার করে এই সাউন্ডবারের সঙ্গে টিভি, ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্টফোন কানেক্ট করতে পারবেন ইউজাররা। ১০ মিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এই সাউন্ডবার। বিকল্প হিসেবে এই সাউন্ডবার USB পোর্টের সঙ্গে কানেক্ট করা যাবে, যা MP3 বা WMA ফাইল ফরম্যাট সাপোর্ট করে। অন্যান্য কানেক্টিভিটি অপশনের দিক থেকে এই সাউন্ডবারে রয়েছে HDMI ARC পোর্ট, একটি ৩.৫mm হেডফোন জ্যাক এবং একটি অপ্টিক্যাল ইনপুট পোর্ট।

এই সাউন্ডবারে আবার রিমোট কন্ট্রোলও দেওয়া হচ্ছে, যার সাহায্যে ভলিউম, মোড সুইচিং এবং মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। পোর্ট্রোনিকস-এর তরফ দাবি করা হচ্ছে যে, এই সাউন্ডবার তৈরি করার সময়ে তারের পরিমাণ যতটা সম্ভব কম করা হয়েছে। পাশাপাশি পোর্টেবল রাখা হয়েছে, যাতে ইউজাররা সহজেই তা বহন করতে পারেন। ভারতীয় এই অডিও ম্যানুফ্যাকচারার সংস্থার এই সাউন্ডবারের ওজন ৬৭৪X১৪৪X১০০mm এবং ওজন ১.৮৫ কেজি।

আরও পড়ুন: WhatsApp Digital Payments Utsav: ডিজিটাল পেমেন্টের রমরমা বাড়াতে ভারতে ৫০০ গ্রাম দত্তক নিল হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন: Minecraft 1 Trillion Views: ইউটিউবের লোগোতে আপনিও কি ১ ট্রিলিয়ন লেখা দেখতে পাচ্ছেন? কেন জানেন?

আরও পড়ুন: Killed By Google 2021: চলতি বছরে এই ২৩টি অ্যাপ ও সার্ভিস বন্ধ করেছে গুগল, সম্পূর্ণ তালিকা দেখে নিন