AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ptron Force X11: ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ, দেখে নিন এই ফিটনেস ব্যান্ডের দাম কত

Onyx Black এবং Pink Suede, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের ক্ষেত্রে পিট্রন সংস্থা এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। 

Ptron Force X11: ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ, দেখে নিন এই ফিটনেস ব্যান্ডের দাম কত
ব্যাটারি পুরো চার্জ হতে সময় লাগে প্রায় তিনঘণ্টা। Photo Credit: Gizmochina
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 9:12 AM
Share

ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ পিট্রন ফোর্স এক্স ১১ (Ptron Force X11)। এই অ্যাফোর্ডেবল স্মার্টওয়াচে (affordable smartwatch) রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। তার সঙ্গে রয়েছে একটি ১.৭ ইঞ্চির চৌকো ডিসপ্লে। মেটাল বডির উপর রয়েছে এই ডিসপ্লে। চারধারে রয়েছে হাল্কা bezels। পিট্রন সংস্থার দাবি বাজেটের মধ্যে থাকা এই ফিটনেস ব্যান্ডের (fitness band) সাহায্যে হৃদস্পন্দন বা হার্ট রেট পরিমাপ করা সম্ভব। সেই সঙ্গে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2- ও পর্যবেক্ষণ করা সম্ভব। এর পাশাপাশি পিট্রনের এই নতুন স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ডের সাহায্যে রক্তচাপ বা ব্লাড প্রেশার পরিমাপ করা সম্ভব। এই ফিটনেস ব্যান্ডের স্লিপ ট্র্যাকারও রয়েছে। এই স্মার্টওয়াচে রয়েছে সাতটি স্পোর্টস মোড। পিত্রোন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ আসলে একটি IP68 রেটেড ডিভাইস। এই ফিটনেস ব্যান্ডে পুরোপুরি চার্জ দিতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। আর পুরো চার্জ থাকাকালীন সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে।

ভারতে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা

এই স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের দাম দেশে ২৭৯৯ টাকা। কেবলমাত্র ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই স্মার্টওয়াচ। Onyx Black এবং Pink Suede, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের ক্ষেত্রে পিট্রন সংস্থা এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন একনজরে

  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন চৌকো ডায়াল।
  • স্মার্টওয়াচের ডানদিকে রয়েছে একটি বাটন যার সাহায্যে নেভিগেশনের কাজ হবে। এর পাশেই রয়েছে একটি মাইক্রোফোন।
  • একাধিক ওয়াচ ফেস সাপোর্ট রয়েছে পিট্রনের এই স্মার্টওয়াচে। DaFit অ্যাপের সাহায্যে এইসব ওয়াচ ফেস কাস্টমাইজ করা সম্ভব।
  • অ্যানড্রয়েড ৪.৪ অথবা তার থেকে বেশি ভার্সান এবং আইওএস ৯.৯ বা তার থেকে বেশি ভার্সানের ডিভাইসে এই DaFit অ্যাপ অনায়াসে কাজ করতে পারে।
  • এই DaFit অ্যাপ ইউজারদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে সাহায্য করে। পাশাপাশি এই অ্যাপের সাহায্যে রিমাইন্ডারও সেট করা যায়।
  • সাতটি অ্যাক্টিভ স্পোর্টস মোড রয়েছে পিট্রন ফোর্স এক্স১১ স্মার্টওয়াচে। একাধারে এই ডিভাইস একটি স্মার্টওয়াচ এবং একটি ফিটনেস ট্র্যাকার।
  • এই স্মার্টওয়াচ- ফিটনেস ট্র্যাকারের সাহায্যে ইউজার হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশা ইত্যাদি পরিমাপ করা যায়। ঘুমের বিভিন্ন নিয়ামকের দিকে নজর রাখা সম্ভব হয়। এমনকি ইউজারকে সেডেন্টারি এবং হাইড্রেশন অর্থাৎ জল খাওয়ার ক্ষেত্রে রিমাইন্ডার দেয় এই স্মার্টওয়াচ। সেই সঙ্গে ইউজারের ক্যালোরি কাউন্টও পরিমাপ করা সম্ভব।
  • একজন ইউজার কতটা হেঁটেছেন সেই ফুটস্টেপ এবং দূরত্বও পরিমাপ করা সম্ভব পিট্রনের নতুন স্মার্টওয়াচের সাহায্যে।
  • ব্লুটুথ ভি৫ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যেই রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এখানে রয়েছে রিমোট ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক প্লেব্যাক কন্ট্রোল।
  • একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচের ব্যাটারিরে সাতদিন পর্যন্ত চার্জ বজায় থাকবে। ব্যাটারি পুরো চার্জ হতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা।
  • পিট্রনের নতুন স্মার্টওয়াচ একটি IP68 রেটেড ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এর স্মার্টওয়াচের ওজন ৩৭ গ্রাম।

আরও পড়ুন- Phone Storage: ফোনে আর জায়গা নেই? বড় ফাইল রেখেও কী ভাবে স্টোরেজ খালি করবেন, জেনে নিন