Realme Buds Q2: অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সঙ্গে ২৮ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে এই ডিভাইসে
রিয়েলমি বাডস কিউ২- তে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও এই ইয়ারবাডস ঘাম এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট। গেমিং মোডও রয়েছে রিয়েলমির নতুন ইয়ারবাডসে।
রিয়েলমি নারজো ৩০ এবং রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের সঙ্গে ২৪ জুন, বৃহস্পতিবার সংস্থার ভার্চুয়াল ইভেন্টে একটি ইয়ারবাডসও লঞ্চ হয়েছে।
রিয়েলমির নতুন এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের drivers। সেই সঙ্গে গেমিংয়ের জন্য রয়েছে বিশেষ low latency মোড। গত বছর অর্থাৎ ২০২০ সালে লঞ্চ হয়েছিল রিয়েলমি বাডস কিউ। তারই ‘সাকসেসর’ হিসেবে এবার লঞ্চ হল রিয়েলমি বাডস কিউ২। আগের ইয়ারবাডসের তুলনায় নতুন ডিভাইসে রয়েছে অনেক অত্যাধুনিক ফিচার। সেই সঙ্গে আগে থেকে নতুন ইয়ারবাডসের দামও কিছুটা বেশি।
রিয়েলমি বাডস কিউ২- তে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও এই ইয়ারবাডস ঘাম এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট। গেমিং মোডও রয়েছে রিয়েলমির নতুন ইয়ারবাডসে। অ্যাকটিভ ব্ল্যাক এবং অ্যাকটিভ ব্লু, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে রিয়েলমি বাডস কিউ২। এই ডিভাইসের দাম ২৪৯৯ টাকা। গত বছর রিয়েলমির যে ইয়ারবাডস লঞ্চ হয়েছিল তার দাম ছিল ১৯৯৯ টাকা। আগামী ৩০ জুন থেকে Realme.com, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে রিয়েলমি বাডস কিউ২- এর বিক্রি শুরু হবে।