Realme Watch 2 Series: ভারতে দু’টি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে রিয়েলমি, দেখুন দাম এবং ফিচার

রিয়েলমি ওয়াচ ২ প্রো কেনা যাবে অ্যামাজন থেকে। আর রিয়েলমি ওয়াচ ২ কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়া Realme.com থেকে দুটো স্মার্টওয়াচই কেনা সম্ভব।

Realme Watch 2 Series: ভারতে দু'টি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে রিয়েলমি, দেখুন দাম এবং ফিচার
রিয়েলমি স্মার্টওয়াচের এই সিরিজে রয়েছে দু'টি ডিভাইস।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 1:27 PM

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ২ সিরিজ। রিয়েলমি সংস্থার স্মার্টওয়াচের এই সিরিজে দু’টি ডিভাইস লঞ্চ হয়েছে। অর্থাৎ মোট দু’টি স্মার্টওয়াচ রয়েছে রিয়েলমি ওয়াচ ২ সিরিজে। একটি হল রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং অন্যটি রিয়েলমি ওয়াচ ২। আগামী ২৬ জুলাই থেকে এই দু’টি স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট ছাড়াও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং অন্যান্য স্থানীয় দোকান থেকে এই দুই ডিভাইস কেনা যাবে। রিয়েলমি ওয়াচ ২ প্রো কেনা যাবে অ্যামাজন থেকে। আর রিয়েলমি ওয়াচ ২ কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়া Realme.com থেকে দুটো স্মার্টওয়াচই কেনা সম্ভব। উল্লেখ্য, রিয়েলমি ওয়াচ ২ প্রো- এর দাম ভারতে ৪৯৯৯ টাকা। অন্যদিকে রিয়েলমি ওয়াচ ২- এর দাম ৩৪৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে প্রাথমিক ভাবে এই স্মার্টওয়াচের দাম থাকবে ২৯৯৯ টাকা। অর্থাৎ এক হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।

রিয়েলমি ওয়াচ ২ সিরিজের বিভিন্ন ফিচার-

  • রিয়েলমি ওয়াচ ২ প্রো মডেলে রয়েছে একটি চৌকো (স্কোয়ার শেপ) স্ক্রিন। ১.৭৫ ইঞ্চির কালার টাচ স্ক্রিনের এই স্মার্টওয়াচে রয়েছে অত্যাধুনিক ফিচার এবং উন্নত ডিজাইন।
  • গত বছর লঞ্চ হয়েছিল রিয়েলমি ওয়াচ। তারই সাকসেসর মডেল রিয়েলমি ওয়াচ ২ প্রো। এখানে রয়েছে আগের তুলনায় নতুন ওয়াচ ফেস এবং অনেক বেশি স্পোর্টস মোড।
  • প্রো মডেলে রয়েছে অ্যাক্টিভিটি ট্র্যাকার এবং জিপিএস লোকেশন ট্র্যাকিং ফিচার।
  • অন্যদিকে, রিয়েলমি ওয়াচ ২ স্মার্টওয়াচেও রয়েছে একটি স্কোয়ার ডায়াল। তবে প্রো মডেলের তুলনায় কিছুটা ছোট। এক্ষেত্রে ১.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • ৯০টি স্পোর্টস মোড রয়েছে এই ওয়্যারেবলসে। এর মধ্যে রয়েছে বাস্কেটবল, বক্সিং, ড্যান্সিং, গলফ, হাইকিং, ইনডোর সাইক্লিং, আউটডোর রানিং, টেবিল টেনিস, যোগাসন ও আরও অনেক কিছু।
  • রিয়েলমি স্মার্টওয়াচ ২ মডেলের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Hydration Reminder, Sedentary Reminder, Camera Control এবং Mediation Assistant।
  • এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট এবং SpO2 ট্র্যাকিং ফিচার। এর সঙ্গে ব্লুটুথ ভি৫ সংযুক্ত করা যায়। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে IP68 সার্টিফিকেট। অর্থাৎ এই ডিভাইস ধুলো এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট। এর পাশাপাশি স্লিপ ট্র্যাকারও রয়েছে রিয়েলমি ওয়াচ ২- তে।
  • রিয়েলমি সংস্থার দাবি, ১২ দিনের ব্যাটারি লাইফ রয়েছে রিয়েলমি ওয়াচ ২ মডেলে। আর ১৪ দিনের ব্যাটারি লাইফ রয়েছে রিয়েলমি ওয়াচ ২ প্রো মডেলে।
  • রিয়েলমি ওয়াচ ২ সিরিজের দু’টি ডিভাইসে রিয়েলমি লিঙ্ক অ্যাপ যুক্ত করা যায়। আইওএস কিংবা অ্যানড্রয়েড, দু’ক্ষেত্রেই এই অ্যাপ কাজ করে।

আরও পড়ুন- অ্যাপেল ইউজারদের জন্য সুখবর! হোয়াটসঅ্যাপ মাল্টি ডিভাইস ফিচার আসছে আইওএস ভার্সানে