Redmi Smart TV X43: ভারতে লঞ্চ হয়েছে রেডমি এক্স সিরিজের নতুন ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি, জেনে নিন দাম ও বিভিন্ন ফিচার
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে ভারতে। ওই নির্দিষ্ট দিনে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- এর।
ভারতে নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে রেডমি সংস্থা (Redmi Smart TV)। সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি স্মার্ট টিভি এক্স৪৩ (Redmi Smart TV X43)। রেডমি এক্স সিরিজের এই স্মার্ট টিভি (Redmi X Series Smart TV) মডেলের ডিসপ্লে সাইজ সবচেয়ে কম বা ছোট। ৪৩ ইঞ্চির এই স্মার্ট টিভিতে রয়েছে ৪কে OLED ডিসপ্লে ডলবি ভিশন এবং ৩০ ওয়াটের স্পিকার।
ভারতে রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- এর দাম এবং উপলব্ধতা
ভারতে রেডমি এক্স সিরিজের এই ৪৩ ইঞ্চি স্মার্ট টিভির দাম ২৮,৯৯৯ টাকা। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে ভারতে। ওই নির্দিষ্ট দিনে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- এর। জানা গিয়েছে, রেডমি সংস্থা অফিশিয়াল ওয়েবসাইট, Mi.com এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। এছাড়াও অন্যান্য রিটেল ওয়েবসাইট থেকেও এই স্মার্ট টিভি কেনা সম্ভব হবে বলে জানিয়েছে রেডমি সংস্থা।
রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক
- সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- তে রয়েছে একটি ৪৩ ইঞ্চির ৪কে ডিসপ্লে। আসলে এটি একটি ফুল এইচডি প্লাস রেসোলিউশনের ডিসপ্লে। এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে ৪কে রসোলিশন এবং এইচডিআর সাপোর্ট।
- রেডমির নতুন এই স্মার্ত টিভিতে রয়েছে স্লিম বেজেল ফিচার। অ্যানড্রয়েড টিভি ১০- এর সাহায্যে পরিচালিত হবে এই টিভি। সেই সঙ্গে রয়েছে রেডমি সংস্থার PatchWall 4 UI সাপোর্ট। আর টিভি এবং মুভি রেটিং হিসেবে থাকছে আইএমডিবি সাপোর্ট।
- রেডমি স্মার্ট টিভি এক্স৪৩ মডেলে ৩০ ওয়াটের স্পিকার রয়েছে। সেখানে আবার রয়েছে DTS Virtual:X এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই স্মার্ট টিভিতে রয়েছে তিনটি HDMI 2.1 স্লট, দুটো ইউএসবি পোর্ট, একটি Ethernet পোর্ট, একটি অপটিকাল এবং ৩.৫ মিলিমিটার জ্যাক। এছাড়াও এই স্মার্ট টিভিতে রয়েছে ALLM (Auto Low Latency Mode)। কোনও গেমিং কনসোল রেডমি স্মার্ট টিভি এক্স৪৩- এ যুক্ত হলে এই ফিচার কাজে লাগে।
রেডমির এই স্মার্ট টিভির সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছিল রেডমির স্মার্ট ব্যান্ড প্রো। ভারতে এর দাম ৩৯৯৯ টাকা। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে বিক্রি। সাময়িক সময়ের জন্য পাওয়া যাবে ৩৪৯৯ টাকায়। রেডমির অফিশিয়াল ওয়েবসাইট, এমআই হোম। অ্যামাজন এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো।
আরও পড়ুন- BSNL Rs 666 Plan: ২২০জিবি ডেটার অফার নিয়ে এসে জিও, এয়ারটেল, ভোডাফোনের প্ল্যান ভেস্তে দিল বিএসএনএল!
আরও পড়ুন- Instagram DM: ইনস্টাগ্রামে মিউট করা ডিএম বা ডিরেক্ট মেসেজ পাঠাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি