Samsung Best Buy Days Sale: স্যামসাংয়ের দুই ফোল্ডেবল ফোনে দুরন্ত অফার, ছাড় গ্যালাক্সি বাডস ২- তেও

গত ১১ অগস্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোন। এরপর ১৬ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে এই দু'টি ফোন।

Samsung Best Buy Days Sale: স্যামসাংয়ের দুই ফোল্ডেবল ফোনে দুরন্ত অফার, ছাড় গ্যালাক্সি বাডস ২- তেও
স্যামসাং গ্যালাক্সির এই দুই ফোল্ডেবল স্মার্টফোনে কত ছাড় রয়েছে, দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 7:16 PM

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের তরফে তাদের দুটো বেস্ট সেলিং ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩— এই দুই মডেলে ব্যাপক ছাড় দিচ্ছে। স্যামসাংয়ের এই Best Buy Days Sale- এ ক্রেতারা ৭০০০ টাকা এক্সচেঞ্জ অফার এবং অতিরিক্ত ৭০০০ টাকা ছাড় পেতে পারেন। এই অতিরিক্ত ছাড় অবশ্য এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩- গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল, তখন এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৭১,৯৯৯ টাকা। তবে এই দাম কমেছে ২২ হাজার টাকা। এই ফ্ল্যাট ডিসকাউন্টের ফলে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩- এর ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১,৪৯,৯৯৯ টাকা। এখানেই শেষ নয়। স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোনের ৫১২ জিবি স্টোরেজ মডেলেরও দাম কমেছে ২২ হাজার টাকা। এই ফোনের আসল দাম ছিল ১,৭৯,৯৯৯ টাকা। আর বর্তমানে এই ফোনের দাম ১,৫৭,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এই ফোনের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের বর্তমানে স্যামসাংয়ের সেলে দাম ৮৪,৯৯৯ টাকা। এই ফোনের আসল দাম ৯৫,৯৯৯ টাকা। অর্থাৎ দাম কমেছে ১১ হাজার টাকা। এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দামও ১১ হাজার টাকা কমেছে। এই মডেলের আসল দাম ৯৯,৯৯৯ টাকা। আর বর্তমানে ছাড়ের পর স্যামসাংয়ের Best Buy Days Sale- এ এই ফোন পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকা।

এছাড়াও স্যামসাংয়ের এই দুই ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেই যদি ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে ফোন কেনেন, তাহলে আরও সাত হাজার টাকা ছাড় পাবেন। আর পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কিনলে অর্থাৎ এক্সচেঞ্জ অফারেও সাত হাজার টাকা ছাড় প্রযোজ্য হবে স্যামসাংয়ের এই দুই ফোল্ডেবল ফোনে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ অগস্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোন। এরপর ১৬ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে এই দু’টি ফোন।

অন্যদিকে, স্যামসাংয়ের এই দুই ফোল্ডেবল ফোনের পাশাপাশি গ্যালাক্সি বাডস ২, এই ইয়ারবাডসের দামেও রয়েছে ১০ হাজার টাকা ছাড়। আর এই ছাড়ের পর গ্যালাক্সি বাডস ২- এর দাম হয়েছে ১৯৯৯ টাকা।

আরও পড়ুন- Fire-Boltt Ninja 2: মাত্র ১,৮৯৯ টাকা দামে লঞ্চ হল ফায়ার বোল্টের নতুন নিনজ়া ঘড়ি, SpO2 মনিটর, ৭ দিনের ব্যাটারি লাইফ

আরও পড়ুন- BSNL 5GB Free Data: অন্য সংস্থা থেকে বিএসএনএলে সুইচ করলেই এবার ৫জিবি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন- Jio Prepaid Plans: রিলায়েন্স জিও ডিসনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনের প্ল্যানগুলো আবার ফিরিয়ে এনেছে, সবিস্তারে জেনে নিন…