নতুন ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করল ভিভো। কোম্পানির সেই লেটেস্ট ডিভাইসের নাম ভিভো ওয়্যারলেস স্পোর্ট লাইট (Vivo Wireless Sport Lite)। এই ইয়ারফোনে ১৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে এবং একটি ১১.২mm ড্রাইভার রয়েছে। ইউজারদের ‘বিরামহীন শব্দের অভিজ্ঞতা’ দিতেই এই বিশেষ ড্রাইভার থাকছে।
এই লেটেস্ট ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের দাম মাত্র ১,৯৯৯ টাকা। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর এবং দেশের সমস্ত রিটেল দোকানে পাওয়া যাবে এই ইয়ারফোন। ভিভো ওয়্যারলেস স্পোর্ট লাইটের দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – কালো এবং নীল।
এই লেটেস্ট ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন লঞ্চ করে ভিভোর এক মুখপাত্র বলছেন, “এই নতুন লঞ্চের মাধ্যমে আমরা অতুলনীয় শব্দ স্বচ্ছতার সঙ্গে অনন্য এবং নিমগ্ন অডিও অভিজ্ঞতার সংমিশ্রণ অফার করতে চলেছি। গানপোকাদের কথা মাথায় রেখেই এই নেকব্যান্ড ইয়ারফোন নিয়ে এসেছি আমরা। গান যাঁরা ভালবাসেন তাঁদের এই নেকব্যান্ড হেডফোন খুবই পছন্দ হবে।”
ভিভো ওয়্যারলেস স্পোর্টস লাইট নেকব্যান্ড ইয়ারফোনে রয়েছে একটি ১১.২mm আলট্রা-লার্জ ড্রাইভার। অডিও ইন্ট্রিকেসি বাড়ানোর জন্য এই ইয়ারফোনে দেওয়া হয়েছে বায়ো-ফাইবার কম্পোজিট ডায়াফগ্রাম। এই নেকব্যান্ডে দেওয়া হয়েছে ডাইকোকু অ্যালুমিনিয়াম কোটেড ব্রোঞ্জ কয়েল, যা লাইট স্ট্রাকচারের মধ্যে দিয়ে হাই-ফ্রিকোয়েন্সি রিপ্রোডিউস করতে পারে। এই নেকব্যান্ডের লো ল্যাটেন্সি রেট ৮০ms।
কল নয়েজ় ক্যান্সেলেশন ফিচার রয়েছে এই ডিভাইসে, যার সাহায্যে বাধাহীন ফোন কলের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন ইউজাররা। এর ফলে কথোপকথন হতে পারে অত্যন্ত মধুর। অত্যন্ত শক্তিশালী একটি ১২৯mAh ব্যাটারি রয়েছে এই নেকব্যান্ড ইয়ারফোনে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই নেকব্যান্ড ১০ মিনিট চার্জ করলেই পাঁচ ঘণ্টার প্লেটাইম পেয়ে যাবেন ইউজাররা।
কানেকশনের জন্য এই নেকব্যান্ড ইয়ারফোন ব্লুটুথ ভি৫.০ ব্যবহার করে এবং ঘাম এবং বৃষ্টির জল থেকে সুরক্ষিত রাখার জন্য এই নেকব্যান্ডে রয়েছে IPX4 রেজিস্ট্যান্স। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই নেকব্যান্ডে রয়েছে ইজ়ি কানেকশন, ম্যাগনেটিক সুইচ, গুগল ভয়েস অ্যাসিস্টান্স, কুইক পেয়ার, গেম লো ল্যাগিং-সহ আরও একাধিক।
আরও পড়ুন: Minecraft 1 Trillion Views: ইউটিউবের লোগোতে আপনিও কি ১ ট্রিলিয়ন লেখা দেখতে পাচ্ছেন? কেন জানেন?