Vi New Recharge Plans: ১৫৫ টাকা, ২৩৯ টাকা, ৬৬৬ টাকা ও ৬৯৯ টাকার চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া
Vodafone Idea Recharge: নতুন চারটি প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। সেই সব প্ল্যানের ভ্যালিডিটি-সহ সমস্ত অফার সম্পর্কে বিশদে জেনে নিন।

প্রিপেড রিচার্জের খরচ বৃদ্ধির ঘোষণা থেকে লাগু হওয়া ইস্তক টেলিকম সংস্থাগুলি একাধিক প্ল্যানে কাঁচি চালিয়েছে। নিয়েও এসেছে বেশ কিছু নতুন প্ল্যান। এবার ভোডাফোন আইডিয়া চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল। যাদের খরচ যথাক্রমে ১৫৫ টাকা, ২৩৯ টাকা, ৬৬৬ টাকা ও ৬৯৯ টাকা। ইতিমধ্যেই প্ল্যানগুলি লাইভ হয়ে গিয়েছে এবং গেমাররা চাইলে আজ থেকেই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন। ২৫০ টাকার মধ্যে যে সব ভোডাফোন গ্রাহকরা পরিমিত রিচার্জ প্ল্যানের খোঁজ করেন, তাঁদের জন্য চমৎকার হতে চলেছে ১৫৫ টাকা ও ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান দুটি।
এদিকে ৫০০ টাকার বেশি খরচেরও দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। তাদের দাম যথাক্রমে ৬৬৬ টাকা ও ৬৯৯ টাকা। এই দুটি প্ল্যানই একটু দামি হলেও একাধিক আকর্ষণীয় অফার রয়েছে ৬০০ টাকা রেঞ্জের এই দুটি প্ল্যানে। আনলিমিটেড ভয়েস কলিং, উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস অফার ভিআই মুভিজ় অ্যান্ড টিভি ভিআইপির অ্যাকসেস – এই দুটি প্ল্যানে এত সব অফার পেয়ে যাবেন ইউজাররা।
ভোডাফোন আইডিয়া ১৫৫ টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার ১৫৫ টাকার প্রিপেড প্ল্যানে ইউজাররা প্রতিদিন ১জিবি করে হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের মেয়াদ ২৪ দিন। আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৩০০টি SMS পাঠানোরও সুযোগ থাকছে এই রিচার্জ প্ল্যানে।
ভোডাফোন আইডিয়া ২৩৯ টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানেও Vi ইউজারদের প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করা হবে। আবার প্ল্যানের ভ্যালিডিটিও ২৪ দিন। দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে SMS পাঠানোর সুযোগ রয়েছে এই রিচার্জ প্ল্যানে।
ভোডাফোন আইডিয়া ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যান
৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানে Vi তার ইউজারদের প্রতিদিন ১.৫জিবি করে ডেটা ব্যবহার করতে দেবে। রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে SMS পাঠানোরও সুযোগ। এই প্রিপেড প্যাকটি ৭৭ দিনের জন্য ভ্যালিড। এই প্ল্যানের অতিরিক্ত অফারের মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, ডেটা ডিলাইট অফার, উইকেন্ড ডেটা রোলওভার এবং ভিআই মুভিজ় অ্যান্ড টিভি-র ফ্রি অ্যাকসেস।
ভোডাফোন আইডিয়া ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যান
Vi-এর ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানে সাবস্ক্রাইবারদের প্রতিদিন ৩জিবি করে হাই-স্পিড ডেটা অফার করা হবে। সেই সঙ্গেই আবার রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ SMS পাঠানোরও সুযোগ। এই প্রিপেড প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিন। অতিরিক্ত বেনিফিটসের মধ্যে এই প্ল্যানে রয়েছে, উইকেন্ড ডেটা রোলওভার, বিঞ্জ অল নাইট, ডেটা ডিলাইট অফার এবং ভিআই মুভিজ় অ্যান্ড টিভি-র ফ্রি অ্যাকসেস।
আরও পড়ুন: Jio Rs 1 Recharge Plan: মাত্র ১ টাকায় রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও, ৩০ দিনের মেয়াদ
আরও পড়ুন: Jio Prepaid Recharge Plan: জিওর ১১৯ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা থাকছে? দেখে নিন
