Windows 11: ভারতে উপলব্ধ হয়েছে উইন্ডোজ ১১, কীভাবে ডাউনলোড করবেন আপনার PC- তে?
যদি আপনার PC উইন্ডোজ ১১- র আপডেট নিতে সক্ষম হয় কিন্তু এখনও আপডেট না হয়ে থাকে, তাহলে আপনি লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাবেন মাইক্রোসফটের ইন্সটলেশন অ্যাসিসটেন্টের সাহায্যে।
ভারতে আনুষ্ঠানিক ভাবে উপলব্ধ হয়েছে উইন্ডোজ ১১। এবার থেকে ডাউনলোড করতে পারবেন ইউজাররা। নতুন এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম রিলিজ হয়েছিল উইন্ডোজ ১০ PCs- এর ফ্রি আপগ্রেড হিসেবে। বিভিন্ন সংস্থা যেমন- আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো- র আসন্ন নতুন উইন্ডজ PC গুলোতে আগে থেকে লোড করা থাকবে উইন্ডোজ ১১। একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে এই নতুন অপারেটিং সিস্টেমে। জানা গিয়েছে, মাইক্রোসফটের লক্ষ্য হল ২০২২ সালের মধ্যে উপযুক্ত সমস্ত ধরনের PC বা ডিভাইসে মূলত উপযুক্ত উইন্ডোজ ১০ ডিভাইসে দ্রুত উইন্ডোজ ১১ আপগ্রেড করে দেওয়া। সম্প্রতি একটি ব্লগ পোস্টে এমনটাই ঘোষণা করেছেন মাইক্রোসফট কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, প্রাথমিক ভাবে উইন্ডোজ ১১ আপগ্রেড করা হবে নতুন উইন্ডজ ১০ PCs এবং নতুন PC মডেলগুলিতে। ইতিমধ্যেই আসুস, এসার, এইচপি, লেনোভো, ডেল- এইসব সংস্থা তাদের আগামী ডিভাইসগুলিতে উইন্ডোজ ১১ প্রলোডের কাজ শুরু করে দিয়েছে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে যে মাইক্রোসফট কর্তৃপক্ষ তাঁদের সদ্য লঞ্চ হওয়া নতুন রেঞ্জের সারফেস ডিভাইসগুলিতেও উইন্ডোজ ১১ আগে থেকেই ইনস্টল করে রেখেছিল। তবে এই সমস্ত সারফেস ডিভাইস আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ হয়েছে।
আপনার PC- তে কীভাবে উইন্ডোজ ১১ আপডেট করবেন?
আপনার এক্সিস্টিং PC অর্থাৎ যে ডিভাইস এতদিন কাজ করতেন সেটা উইন্ডোজ ১১ আপডেটের জন্য উপযুক্ত কি না, সেতাই সবার আগে দেখে নিতে হবে। এই উইন্ডজ ১১ আপডেটের বিষয়টি আপনি দেখে নিতে পারবেন আপনার PC- র উইন্ডোজ আপডেট সেকশনে গিয়ে। এছাড়াও সুবিধার জন্য মাইক্রোসফটের PC হেলথ অ্যাপ ডাউনলোডও করে নিতে পারেন নিজের PC- তে। এর অ্যাপের মাধ্যমে ইউজাররা দেখে নিতে পারবেন যে তাঁদের ডিভাইস আদৌ উইন্ডোজ ১১ আপডেটের জন্য তৈরি কি না।
যদি আপনার PC উইন্ডোজ ১১- র আপডেট নিতে সক্ষম হয় কিন্তু এখনও আপডেট না হয়ে থাকে, তাহলে আপনি লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাবেন মাইক্রোসফটের ইন্সটলেশন অ্যাসিসটেন্টের সাহায্যে। এই ইন্সটলেশন অ্যাসিসট্যান্টে গিয়ে কেবলমাত্র ‘ডাউনলোড নাউ’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে প্রয়োজনীয় নির্দেশ পেয়ে যাবেন ইউজাররা। আর সেটা দেখেই সফলভাবে নিজের PC- তে উইন্ডোজ ১১ আপডেট করতে পারবেন তাঁরা।
আরও পড়ুন- Apple Watch Series 7: ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর দাম কত হতে পারে? আভাস দিল ফ্লিপকার্ট
আরও পড়ুন- Amazon Great Indian Festival: কোন ল্যাপটপে কত ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজন? দেখে নিন
আরও পড়ুন- Amazon Great Indian Sale: অ্যামাজনের সেলের দ্বিতীয় দিনে কোন কোন স্মার্টহোম ডিভাইসের দাম কমেছে?