Xiaomi নিয়ে এল Smart টাওয়ার ফ্যান, মাত্র 3,700 টাকায় ঘর ঠান্ডা রাখবে AC-র মতোই
Xiaomi Smart Tower Fan: খুব কম দামে একটি দুর্ধর্ষ স্মার্ট টাওয়ার ফ্যান নিয়ে এসেছে Xiaomi। রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে ফ্যানটি। পাশাপাশি Mijia App-এর টাইমার সুইচ দ্বারাও নিয়ন্ত্রণযোগ্য। ফ্যানের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Xiaomi তার লেটেস্ট স্মার্ট টাওয়ার ফোনটি লঞ্চ করে দিল, যার নাম Mijia Smart DC Inverter Tower Fan 2। সংস্থাটি তাদের একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট লঞ্চ করে Mijia ব্র্যান্ডিংয়ে। সেই ব্র্যান্ডেই যোগ করা হল নতুন স্মার্ট টাওয়ার ফ্যানটি। সরু টাওয়ার ডিজ়াইনের এই ফ্যানে রয়েছে 0.6 মিটারের আলট্রা-লং এয়ার আউটলেট, যা 150 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এয়ার সাপ্লাই দিতে পারে। আপনার স্মার্টফোনে যদি Mijia অ্যাপটি ডাউনলোড করে নেন, তাহলে সেই অ্যাপের মাধ্যমে স্মার্ট টাওয়ার ফ্যানটির বিভিন্ন সুইপিং অ্যাঙ্গেলগুলি অ্যাডজাস্ট করা যেতে পারে। এই নতুন Xiaomi Tower Fan-এ কী কী ফিচার রয়েছে, তার দামই বা কত, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Xiaomi Mijia Smart DC Inverter Tower Fan 2: ফিচার ও স্পেসিফিকেশন
Mijia Tower Fan 2-তে রয়েছে দশটি ভিন্ন সেকশনের ক্রস-ফ্লো উইন্ড হুইল, প্রতিটি সেকশনে 35টি ড্রাম ব্লেড এবং 350টি ফ্যান ব্লেড, যা বায়ুপ্রবাহ সমানতালে চালিয়ে যেতে পারে। এই দুর্ধর্ষ সেটআপের জন্য টাওয়ার ফ্যানটি নরম এবং সূক্ষ্ম বাতাস দিতে পারে, যা 494m3/ঘণ্টা এয়ার ভলিউমে মসৃণভাবে প্রবাহিত হতে পারে। ফ্যানের উইন্ড হুইল স্থিতিশীল এবং মসৃণ বাতাস সরবরাহ করতেই এটি ঘোরে।
তিনটি ভিন্ন মোড অফার করছে এই টাওয়ার ফ্যান- ন্যাচেরাল উইন্ড, ডিরেক্ট ব্লোয়িং এবং স্লিপিং উইন্ড। আপনার পছন্দ অনুসারে Mijia অ্যাপ থেকেই আপনি ভিন্ন মোড সেট করে নিতে পারেন। এছাড়াও ইউজাররা Mijia App-এই টাওয়ার ফ্যানটিরক সাইকেল পিরিয়ড এবং উইন্ড স্পিড কাস্টমাইজ় করে নিতে পারবেন। বাতাসের গতির সঙ্গে তাল মেলাতে এই স্মার্ট ফ্যানে 100টি গিয়ার রয়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাজে লাগানো যেতে পারে।
এই স্মার্ট টাওয়ার ফ্যানটি DC ফ্রিকোয়েন্সি কনভার্সন মোড ব্যবহার করে, যা খুব কম পরিমাণ শক্তি কাজে লাগায়। ফলে, এটি চালালে বাড়ির ইলেকট্রিক বিলও আসে নিমিত্ত মাত্র। সেফটির দিক থেকে এই ফ্যানে রয়েছে 6.9mm ফাইন গ্রিল এবং এর অ্যাডাপ্টার আউটপুট 12V সেফটি ভোল্টেজ পাওয়ার সাপ্লাই করে। বাড়িতে বাচ্চারা ফ্যানটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বিপন্মুক্ত থাকতে পারবে এই সুরক্ষা ফিচারের জন্য। রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে ফ্যানটি। পাশাপাশি Mijia App-এর টাইমার সুইচ দ্বারাও নিয়ন্ত্রণযোগ্য।
Xiaomi Mijia Smart DC Inverter Tower Fan 2: দাম কত
আপাতত Xiaomi Mijia স্মার্ট টাওয়ার ফ্যানটি নিয়ে আসা হয়েছে চিনের মার্কেটের জন্য। ভারতে এই ফ্যান কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। চিনে এই স্মার্ট টাওয়ার ফ্যানের দাম 319 Yuan বা 45 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3,700 টাকা।