UPI লেনদেনে নতুন রেকর্ড, নভেম্বরে ভারতীয়রা কত টাকার Gpay, PhonePe করেছে জানেন?

2023 সালের নভেম্বরে 17.4 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে UPI-এর মাধ্যমে। সব মিলিয়ে এই হিসেব দেশে ইউপিআই চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সামগ্রিক ভলিউম 11 বিলিয়ন ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের এই একই সময়ে UPI লেনদেনে 54 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল।

UPI লেনদেনে নতুন রেকর্ড, নভেম্বরে ভারতীয়রা কত টাকার Gpay, PhonePe করেছে জানেন?
রেকর্ড গড়ল দেশের UPI লেনদেন!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 7:19 PM

দেশের UPI ট্রানজ়াকশন ফের নতুন রেকর্ড গড়ল। 2023 সালের নভেম্বরে 17.4 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে UPI-এর মাধ্যমে। সব মিলিয়ে এই হিসেব দেশে ইউপিআই চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সামগ্রিক ভলিউম 11 বিলিয়ন ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের এই একই সময়ে UPI লেনদেনে 54 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। যদিও এই ভলিউম কিন্তু তুলনামূলক ভাবে নেমেওছে। অক্টোবরে দেশের সামগ্রিক ইউপিআই লেনদেনের ভলিউম যেখানে 11.4 বিলিয়ন (1,141 কোটি) ছিল, তাই আবার নভেম্বরে কমে 11.2 বিলিয়ন (1,124 কোটি) হয়েছে। তার যদিও সঙ্গত কারণও রয়েছে। অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে, উৎসবের মরশুম শেষ।

যদিও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর তথ্য অনুসারে, শতাংশের পরিপ্রেক্ষিতে এক মাসের থেকে অপর মাসে লেনদেনের মূল্য 1.45% বেশি ছিল। উৎসবের মরশুম থাকার ফলে অক্টোবরে লেনদেনের মূল্য 8.6% এবং লেনদেনের সংখ্যা 8.1% বেড়েছে। একমাত্র উৎসবের মরশুমের কারণেই এমনটা লক্ষ্য করা গিয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

UPI-এর দরকারি ডেডলাইন

এদিকে NPCI ডিসেম্বর ডেডলাইন মনে করিয়ে দিয়ে ব্যাঙ্কগুলির কাছে একটি সার্কুলার জারি করেছে। সংস্থাটি পেমেন্ট অ্যাপ ও ব্যাঙ্কগুলিকে মনে করিয়ে দিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে যে UPI IDগুলি ব্যবহৃত হয়নি, সেগুলি নিষ্ক্রিয় করে দিতে। UPI অ্যাপগুলির তালিকায় রয়েছে গুগল পে, পেটিএম এবং ফোনপে-র মতো সংস্থা।

এই পদক্ষেপ কেন জরুরি

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর নির্দেশ অনুসারে, টেলিকম সংস্থাগুলি একমাত্র কোনও নতুন গ্রাহককে 90 দিন পরেই নিষ্ক্রিয় মোবাইল নম্বর ইস্যু করতে পারে। অনেক ব্যবহারকারীই আছেন, যাঁরা ব্যাঙ্কিং সিস্টেমে নম্বর আপডেট করেন না। ফলে, তাঁরা সমস্যায় পড়তে পারেন।

সেই সব গ্রাহকরা অর্থাৎ যাঁদের ফোন নম্বর ব্যাঙ্কিং সিস্টেম আপডেট করা নেই, তাঁদের আপডেট করে নিতে হবে। তিন মাসেরও বেশি সময় ধরে অব্যবহৃত UPI আইডির ফোন নম্বরও চেক করে নিতে হবে। পাশাপাশি এ-ও নিশ্চিত করতে হবে যে, গত এক বছরে তাঁরা অন্তত একবারও যেন UPI ID কাজে লাগিয়েছেন।