AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাগরিকদের WhatsApp চ্যাট পড়ছে ভারত সরকার? সামান্য ভুলে কোর্টে দৌড়তে হবে, সত্যি নাকি?

WhatsApp Chat Of Indians: বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি নাগরিকদের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে সরকার? এর মধ্যেই কেন্দ্রের ফ্যাক্ট-চেকিং বডি PIBFactCheck এই দাবির সত্যাসত্য যাচাই করেছে। তারা সাফ জানিয়েছে, এই ধরনের কোনও কাজের সঙ্গে সরকার জড়িত নয়।

নাগরিকদের WhatsApp চ্যাট পড়ছে ভারত সরকার? সামান্য ভুলে কোর্টে দৌড়তে হবে, সত্যি নাকি?
সত্যিই কি দেশবাসীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে সরকার?
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 5:05 PM
Share

ভারত সরকারি কি নাগরিকদের WhatsApp চ্যাট পড়ছে গোপনে? সম্প্রতি একটি ভাইরাল মেসেজ নিয়ে তোলপাড় চলছে। সেখানে ঠিক এমনই দাবি করা হয়েছে যে, ভারতীয়দের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে কেন্দ্র। এখন তা নিয়ে দেশবাসীর মনের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সত্যিই কি নাগরিকদের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে সরকার? এর মধ্যেই কেন্দ্রের ফ্যাক্ট-চেকিং বডি PIBFactCheck এই দাবির সত্যাসত্য যাচাই করেছে। তারা সাফ জানিয়েছে, এই ধরনের কোনও কাজের সঙ্গে সরকার জড়িত নয়।

যে মেসেজটি ভাইরাল হয়েছে তাতে বলা হচ্ছে, সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে যার মধ্যে দিয়ে তারা মানুষের গোপন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেওয়া হবে। ভাইরাল এই মেসেজের রিপ্লাই করেই PIBFactCheck এর তরফ থেকে বলা হচ্ছে, ‘সরকার এই ধরনের কোনও নির্দেশিকা জারি করেনি?’ অর্থাৎ ভাইরাল হওয়া এই মেসেজটি আদ্যোপান্ত ভুয়ো।

এই মিথ্যা বার্তা সমাজমাধ্যমগুলিতে ছড়িয়ে দেওয়ার পিছনে যে দুর্বৃত্তরা রয়েছে, তারা কিছু WhatsApp ইন্ডিকেটরও যোগ করেছে। মেসেজটিতে আরও যোগ করে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজে দুটি নীল টিক এবং একটি লাল টিক রিড রিসিপ্ট হিসেবে দেখতে পেলে বুঝতে হবে ভারত সরকারের দ্বারা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। আবার আপনি যদি তিনটি লাল টিক পেয়ে থাকেন, তাহলে বুঝতে হবে ভারত সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হতে পারে। এখন, এই সব দাবিগুলির একটিও সত্যি নয় বলে জানিয়েছে PIBFactCheck। আপনিও যদি এমনতর কোনও বার্তা পেয়ে থাকেন, তাহলে তাতে রিপ্লাই করতে যাবেন না, কাউকে ফরোয়ার্ডও করবেন না।

একটা বিষয় সকলের জেনে রাখা দরকার যে, WhatsApp এর সমস্ত মেসেজ, এমনকি হোয়াটসঅ্যাপের ভিডিয়ো কল থেকে শুরু করে ভয়েস কল পর্যন্ত সবকিছুই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ সরকার তো নয়ই, এমনকি খোদ মেটাও পড়তে পারবে না।

ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজ হালফিলের একটা বড় সমস্যা হয়ে উঠেছে, যা সবথেকে বেশি শুরু হয়েছিল কোভিড অতিমারির সময়। সাম্প্রতিককালে মানুষকে বোকা বানাতে কোভিড ভ্যাক্সিন থেকে শুরু করে ডিপফেক মেসেজ পর্যন্ত হোয়াটসঅ্যাপে ব্যাপক ভাবে ভাইরাল করেছে প্রতারকরা। তাই, বিশেষজ্ঞরা বারবার এই ধরনের মেসেজগুলি থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, এমনতর ভুলো মেসেজগুলি ফরোয়ার্ড করলেও বিপজ্জনক ফল হতে পারে। তাই, সেগুলি স্রেফ এড়িয়ে যাওয়াই ভাল।