YouTube Shorts Monetization: 15 সেকেন্ডের Shorts ভিডিয়ো থেকে এবার বড় রোজগার, ফেব্রুয়ারিতে YouTube-এ নতুন নিয়ম
YouTube Shorts-এও মানিটাইজ়েশন কার্যকর করা হচ্ছে। ঠিক যে ভাবে ইউটিউব থেকে আয় করা যায়, সেই একই প্রক্রিয়ায় এবার Shorts থেকেও আয় করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটররা।

YouTube Shorts: কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি মাসে মোটা টাকা রোজগারের রাস্তা অনেক দিন আগেই করে দিয়েছে YouTube। বহু মানুষ এখন YouTube থেকে অর্থ উপার্জন করে থাকেন। এবার কন্টেন্ট ক্রিয়েটরদের YouTube Shorts থেকেও উপার্জনের উপায় তৈরি করে দিচ্ছে বিশ্বের জনপ্রিয় ভিডিয়ো প্ল্যাটফর্মটি। প্রসঙ্গত, ইউটিউব শর্টসে 15 সেকেন্ডের ছোট্ট-ছোট্ট ভিডিয়ো আপলোড করা যায়। ঠিক যেমনটা Instagram Reels-এর ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক সেরকমই চিন্তাভাবনা থেকে Shorts নিয়ে আসে YouTube। পথচলা শুরু করার দিন থেকে ইউটিউবে শর্টস ভিডিয়ো তৈরি করে আয়ের কোনও উপায় ছিল না। এবার 15 সেকেন্ডের ছোট্ট YouTube Shorts ভিডিয়ো থেকেও রোজগার করা যাবে।
YouTube Shorts: ছোট্ট ভিডিয়ো থেকে বড় রোজগার
ইউটিউবের তরফ থেকে বলা হয়েছে, এবার Shorts-এও মানিটাইজ়েশন কার্যকর করা হচ্ছে। ঠিক যে ভাবে ইউটিউব থেকে আয় করা যায়, সেই একই প্রক্রিয়ায় এবার Shorts থেকেও আয় করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটররা। YouTube Shorts ভিডিয়ো আপলোড করে আপনি কত টাকা আয় করবেন, তা নির্ভর করবে তিনটে বিষয়ের উপরে।
1) আপনার গ্রাহক সংখ্যা অনেক বেশি হতে হবে। সেই অনুযায়ীই আপনার শর্টস ভিডিয়োগুলিতে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব।
2) আপনার সংক্ষিপ্ত ভিডিয়োর ওয়াচ টাইম কত, তার উপরে আপনার উপার্জন নির্ভর করবে।
3) শুধু তাই নয়। আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশন করেও উপার্জন করতে পারবেন।
YouTube Shorts থেকে কীভাবে উপার্জন করবেন
ইউটিউব শর্টসের মানিটাইজ়েশন প্রক্রিয়া শুরু হবে 2023 সালের 1 ফেব্রুয়ারি থেকে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেলেই কন্টেন্ট ক্রিয়েটরদের শর্টস অ্যাড রেভিনিউর টার্মস অ্যান্ড কন্ডিশনস সংক্রান্ত একটি ফর্ম ফিল-আপ করতে হবে। তার জন্য প্রত্যেক পার্টনারকে YouTube পার্টনার প্রোগ্রামের শর্তাবলী মেনে নিতে হবে। এই সব কিছু মেনে নেওয়ার পরে আপনি ইউটিউব শর্টস ভিডিয়ো আপলোড করে তা থেকে আয় করতে পারবেন।
এখন আপনি যদি ফর্মটি ফিল-আপ না করেন, তাহলে YouTube Shorts থেকে আয় করতে পারবেন না। 10 জুলাই, 2023 পর্যন্ত এই ফর্ম ফিল-আপ করার সময় পেয়ে যাবেন আপনি। এই সময়ের মধ্যে আপনি যদি ফর্মটি ফিলআপ করতে না পারেন, তাহলে আপনাকে ইউটিউব শর্টসের মানিটাইজ়েশন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এই নিয়ম সমস্ত স্তরের কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল থেকে শুরু করে কোনও ব্যক্তি, সকলের জন্যই প্রযোজ্য।
তাই, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, প্রতিনিয়ত ইউটিউব ভিডিয়ো আপলোড করেন এবং শর্টস ভিডিয়োও আপলোড করেন, তাহলে আপনার ইউটিউব শর্টস অ্যাড রেভিনিউ টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর্ম ফিল-আপ করা উচিত। এই শর্তাবলী মেনে আপনি 2023 সালের মার্চ থেকেই অর্থ উপার্জন করতে পারবেন।
