Partha Chatterjee Dumper News: ‘…ক্যামেরা ভেঙে দেব’, ডাম্পার নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ধাক্কা
Partha Chatterjee News: ডাম্পারের লম্বা লাইন, এমতাবস্থায় মঙ্গলবার ঘটনাস্থলে TV9 বাংলা। ডাম্পার সংক্রান্ত বিষয়ে তদারকির দায়িত্বে ছিলেন জনৈক 'বাবলুবাবু', খবর সূত্রের। প্রশ্ন করতেই 'হ্যাট হ্যাট!' বলতে বলতে হাত দিয়ে সরিয়ে দিলেন TV9 বাংলার বুম।
কলকাতা: নগদ টাকা, ফ্ল্যাট, বাড়ি, সম্পত্তি – এরপর খোঁজ মিলল ডাম্পারের! প্রায় ১০০ ডাম্পারের মালিক নাকি স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়, অভিযোগ এমনই। সূত্রের খবর, জামালপুর থেকে বালি বোঝাই ডাম্পার যেত রাজারহাটে। পালসিট টোলপ্লাজায় টোল দিতেও হত না ডাম্পারকে, জানাচ্ছেন স্থানীয়রা। গাড়ির সামনে লেখা ‘P’, এই ‘P’ মানে কি পার্থ? তাই দেখেই ছাড় পেত সংশ্লিষ্ট গাড়িগুলো?
পার্থর গ্রেফতারির পর থেকেই নাকি বন্ধ ডাম্পার চলাচল, দাবি স্থানীয়দের। ডাম্পারের লম্বা লাইন রাস্তাতেই, এমতাবস্থায় মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হয় TV9 বাংলা। ডাম্পার সংক্রান্ত বিষয়ে তদারকির দায়িত্বে ছিলেন জনৈক ‘বাবলুবাবু’, খবর সূত্রের। প্রশ্ন করতেই অগ্নিশর্মা সাদা জামা পরিহিত ‘বাবলুবাবু’। ‘হ্যাট হ্যাট!’ বলতে বলতে হাত দিয়ে সরিয়েও দিলেন TV9 বাংলার বুম।
মুখ চোখ ফুলিয়ে TV9 বাংলার সাংবাদিকের উপর চড়াও হন ‘বাবলুবাবু’! ‘কী করতে এসেছেন?’ সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানালেন, ‘খেলা করতে এসেছেন।’ সোজাসাপ্টা প্রশ্নের উত্তর দিতে নারাজ উনি। ‘আপনি কি বাবলু?’ উত্তরে জানালেন উনি নাকি ‘হরিদাস পাল’। ‘এরকম করলে ক্যামেরা ভেঙে দেব’, ঠিক জায়গায় ঘা দিতেই ‘ফোঁস’ তথাকথিত পার্থ-ঘনিষ্ঠর!