Viral Video: ‘মৃত্যু’ থেকে বাঁচল ২বাইক আরোহী
সোশ্যাল মিডিয়ায় যে মর্মান্তিক ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখা যাচ্ছে, সেখানে একটি রাস্তা দিয়ে ক্রমাগত গাড়ি যাচ্ছে। ট্রাফিক সিগনালও ঠিকমতো কাজ করছে না। আপনি প্রথমবার যখন ভিডিয়োটি দেখা শুরু করবেন, তখন সবকিছু একদম সঠিক বলে মনে হবে।
সোশ্যাল মিডিয়ায় যে মর্মান্তিক ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখা যাচ্ছে, সেখানে একটি রাস্তা দিয়ে ক্রমাগত গাড়ি যাচ্ছে। ট্রাফিক সিগনালও ঠিকমতো কাজ করছে না। আপনি প্রথমবার যখন ভিডিয়োটি দেখা শুরু করবেন,তখন সবকিছু একদম সঠিক বলে মনে হবে। কিন্তু কিছুক্ষণ পরই দেখবেন একটি বাইক রাস্তা দিয়ে সোজা যাচ্ছে। আর ঠিক সেই সময়ই অন্য় একটি বাইক রাস্তা পার হল,কোনও দিকে না তাকিয়ে। আপনার চোখের পলক পড়তে না পড়তেই বাইক দু’টি একে অপরকে স্পর্শ না করেই এগিয়ে যায়। এই মুহূর্ত দেখলে আপনি শিউরে উঠবেন। এই ভিডিয়োটি @Madan_Chikna হ্যান্ডেল থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। মাত্র ১২ সেকেন্ডের এই ক্লিপটি এখনও পর্যন্ত ৭৮ হাজারের বেশি ভিউ হয়েছে এবং ১২০০ টিরও বেশি লাইক পেয়েছে। এক ব্যক্তি লিখেছেন ‘মৃত্যুকে ছুঁয়ে ফিরে এলেন’।