আর্থ ডে, চলুন স্বার্থপর হই

আর্থ ডে, চলুন স্বার্থপর হই

utsha hazra | Edited By: aryama das

May 10, 2021 | 6:28 PM

আমাদের রোজকার বেঁচে থাকাটাই তো প্রকৃতিবিমুখ, পৃথিবীবিমুখ! আমাদের সব ক'টা কাজ পৃথিবীবিরোধী। সত্যি কি বোকা আমরা!

আমাদের কাছে আর্থ ডে-র অর্থ কী? আমাদের রোজকার বেঁচে থাকাটাই তো প্রকৃতিবিমুখ, পৃথিবীবিমুখ! আমাদের সব ক’টা কাজ পৃথিবীবিরোধী। সত্যি কি বোকা আমরা! নইলে একটু স্বার্থপর হয়ে আমাদের আগামী দিনের জল, মাটি, হাওয়ার ভাণ্ডার কেউ নষ্ট করে? আজ এই ভিডিয়োতে আমরা বলব আপনাদের একটু স্বার্থপর হতে। এই পৃথিবীটার জন্য না হোক নিজের ভবিষ্যতের জন্য একটু স্বার্থপর হোন না। ভবিষ্যতের ভাল ভেবে স্বার্থপর ২০টা উপায়। ১৯ টার হদিশ দিলাম আমরা। কুড়ি নম্বরটা লিখবেন আপনি।