Panchayat Election 2023: এক পায়ে ‘ঘুরে দাঁড়ানোর’ স্বপ্নে বাম প্রার্থী
এক পায়ে ভর করে, বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামিল হয়েছে ২৪ বছরের শম্ভু। বছর ২৪ এর প্রতিবন্ধী শম্ভু, সিপিআইএমের প্রার্থী হল পঞ্চায়েত নির্বাচনে।
এক পায়ে ভর করে, বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, সামিল হয়েছে ২৪ বছরের শম্ভু। বছর ২৪ এর প্রতিবন্ধী শম্ভু, সিপিআইএমের প্রার্থী হল পঞ্চায়েত নির্বাচনে। এক পায়ে ভর করে, বাড়ি থেকে প্রায় ৪ কিমি দূরে ভোট কেন্দ্র প্রতিনিয়ত দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার করছে। শম্ভুর মত কর্মীদের দেখে কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে বাম নেতৃত্ব। সুস্থ সবল বাম কর্মীরা যেখানে প্রার্থী হতে অস্বীকার করেছিল, সেখানে এক পায়ে ভর করে চলা শম্ভু ও তার পরিবারের সদস্যরা, দলীয় নির্দেশ অমান্য করেনি, এমনই দলের নেতাদের দাবি।পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের, বালা গ্রামের বাসিন্দা শম্ভু ভাঙ্গি, এবারে সিপিআইএমের প্রার্থী হল, কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রাম থেকে। ছোটবেলায় দুর্ঘটনায়, বাদ পড়েছে ডান পা, এখন চলাফেরার সম্বল বাঁ-পা ও একটি লাঠি। শম্ভুর কথায় বাপ-ঠাকুরদারা সিপিএমের সক্রীয় কর্মী। সিপিএম করার ফলে ২০১১ সালে সরকার পালাবদলের পর থেকে, শাসক দল তৃণমূল ক্ষমতায় আসলেও, সিপিআইএম করার জন্য পাইনি কোন সরকারি সুযোগ-সুবিধা এমনি অভিযোগ শম্ভুর। আর সেই ঘৃণা থেকেই এ বার পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থী,শম্ভু ভাঙ্গি। ভোট প্রচারে তৃণমূলের দুর্নীতি এলাকার অনুন্নয়ন কে সামনে রেখে চলছে প্রচার।