Panchayat Election 2023: পরিবারে সবাই বাম প্রার্থী!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 06, 2023 | 7:00 PM

একই পরিবারের থেকে বামেরা দিয়েছে তিন প্রার্থী। জামুরিয়া পঞ্চায়েতে বাবা ছেলে ও মেয়ে প্রার্থী হয়েছেন সিপিএমের। বাম প্রার্থীর দাবি, তৃণমূলের সন্ত্রাস থেকে গ্রামবাসীদের বাঁচাতে তাঁরা একই পরিবারে তিনজন পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন।

একই পরিবারের থেকে বামেরা দিয়েছে তিন প্রার্থী। জামুরিয়া পঞ্চায়েতে বাবা ছেলে ও মেয়ে প্রার্থী হয়েছেন সিপিএমের। বাম প্রার্থীর দাবি, তৃণমূলের সন্ত্রাস থেকে গ্রামবাসীদের বাঁচাতে তাঁরা একই পরিবারে তিনজন পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন। যেন অন্যরা সন্ত্রাসের শিকার না হন। অন্যদিকে একই পরিবারে তিনজন বাম প্রার্থী হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। পরিবারতন্ত্র কায়েম রাখতেই বাবা ছেলে মেয়ে প্রার্থী হয়েছেন। তবে বামদের একই পরিবারের প্রার্থীকে সমর্থন করেছে বিজেপি।

ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাহাদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৬ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বাম সমর্থীত সিপিএম প্রার্থী হয়েছেন চন্দ্রহাঁস বাউরী, তার মেয়ে অমৃতা বাউরী ও একমাত্র ছেলে তন্ময় বাউরী। বাহাদুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ও ভূত বাংলা সংসদ থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তাঁরা।চন্দ্রহাস বাউরী জানান ২০১৩ এবং ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাসের শিকার হয়েছেন বামকর্মী সমর্থকরা। তাদের কর্মী-সমর্থক বা প্রার্থীদের মারধর, বাড়ি লুট ,কাজ থেকে বের করে দেওয়া ,সামাজিক বয়কট সহ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে যাতে তাদের সমর্থকরা কোন প্রকার বিপদে না পড়েন তার জন্যই তিনি ও তার ছেলে মেয়েকে পঞ্চায়েত ভোটে প্রার্থী করার জন্য দলকে অনুরোধ করেছিলেন।তন্ময় বাউড়ির দাবি গ্রামাঞ্চলে তাদের কর্মী সমর্থকরা গরিব পরিবারের। বহু কষ্টে তারা কাঁচা ঘরবাড়িতে থাকেন। কোনও প্রকার দিনমজুরি করে সংসার চালান। কিন্তু বিগত দিনে যেভাবে শাসকদলের পক্ষ থেকে সন্ত্রাস করা হয়েছিল তাতে এই গরিব শ্রেণীর তাদের সমর্থক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন আমাদের কাছে কর্মী সমর্থকরা দলের সম্পদ। তাই সেই সম্পদকে রক্ষা করার জন্য নিজেরাই প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছেন। তন্ময় বাবু জানান তাদের উপর যদি কোন সন্ত্রাস হয় তাহলে অন্তত তাদের কর্মী সমর্থকরা সন্ত্রাসমুক্ত থাকবেন। যদিও এই পঞ্চায়েতে এখনও পর্যন্ত তাদের ওপর কোনো প্রকার সন্ত্রাস বা হুমকি দেওয়া হয়নি। অমৃতা বাউরি বলেন আগে ডিওয়াইএফআই করতাম। দল এবার টিকিট দিয়েছে। সন্ত্রাসের ভয়ে গ্রামের কেউ ভোটে দাঁড়াতে চাইছিল না। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি সন্ত্রাসের কথা ভিত্তিহীন। সিপিআইএম দল পরিবার তন্ত্রের বিরোধী বলে প্রচার করে থাকেন। কিন্তু তারা প্রমাণ করলো যে তারা পরিবারতন্ত্রেই বিশ্বাসী।

Published on: Jul 06, 2023 06:39 PM