FIFA World Cup 2022: এলএম টেনের সামনে ৫ রেকর্ড

FIFA World Cup 2022: এলএম টেনের সামনে ৫ রেকর্ড

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 14, 2022 | 5:25 PM

২২ নভেম্বর কাতারের লুসেইল স্টেডিয়াম থেকে সাত সাতটি ব্যালন ডি'অরের বিজেতা লিও মেসির ম্যজিক শুরু, এ বারের বিশ্বকাপে। তার আগে চলুন এক ঝলকে দেখে নিই এ বারের মরু প্রদেশের বিশ্বকাপে কোন মরু ঝড় তুলতে পারেন এলএম টেন।

এ বারের বিশ্বকাপ (Qatar World Cup 2022) লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলের নিরিখে যথেষ্ট হলেও মানুষটার নাম যখন লিওনেল আন্দ্রেই মেসি, তখন বিশ্ব ফুটবলের অনুরাগীদের নজর তো থাকবেই তাঁর দিকে। ২২ নভেম্বর কাতারের লুসেইল স্টেডিয়াম থেকে সাত সাতটি ব্যালন ডি’অরের বিজেতা লিও মেসির ম্যজিক শুরু, এ বারের বিশ্বকাপে। তার আগে চলুন এক ঝলকে দেখে নিই এ বারের মরু প্রদেশের বিশ্বকাপে কোন মরু ঝড় তুলতে পারেন এলএম টেন।

এ বারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসির মুকুটে যুক্ত হবে ৫টি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ড। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ২১টি ম্যাচে খেলার বিরল রেকর্ড রয়েছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার নামে। মারাদোনার ঠিক পিছনেই মেসি। ১৯ বার বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নেমেছেন মেসি। তাই বলাই যায় কাতার বিশ্বকাপে এই রেকর্ড সহজেই ভাঙবেন লা মাসিয়ার এই তারকা ফুটবলার। ইতালির পাওলো মালদিনি বিশ্বকাপে ২২১৭ মিনিট মাঠে ছিলেন। লিও মেসি ইতিমধ্যেই এই রেকর্ড টপকে গেছেন। তিনি বিশ্বকাপে ২২৫৪ মিনিট দেশের জার্সিতে খেলেছেন। যদি এবারও মেসি গোল্ডেন বল জেতেন তা হলে তাঁর ট্রফি ক্যাবিনেটে তা হবে দ্বিতীয় গোল্ডেন বল। বিশ্বকাপের তথ্য বলছে দিয়েগো মারাদোনা গোল মুখে এই রকম সোনালি সহায়তা করেছেন আট বার। চারটি বিশ্বকাপে লিও মেসি ইতি মধ্যে ছয়টি এই ধরনের অ্যাসিস্ট করেছেন। কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের বক্সে মেসি আর তিনটে ভালো সুযোগ পেলেই মারাদোনার এই রেকর্ড ভাঙবেন মেসি।