FIFA World Cup 2022: মেসির পায়ের দাম কত জানেন?
লিওনেল মেসির (Lionel Messi) বাঁ পা। নিজের দিনে মারণাস্ত্র হয়ে উঠে জাল কাঁপানো শটে বিপক্ষের স্বপ্ন চুরমার করে দিতে যথেষ্ট, ওই পা টাই।
দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। লিওনেল মেসির (Lionel Messi) বাঁ পা। নিজের দিনে মারণাস্ত্র হয়ে উঠে জাল কাঁপানো শটে বিপক্ষের স্বপ্ন চুরমার করে দিতে যথেষ্ট, ওই পা টাই। জানেন কত দাম এই পায়ের? এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি পা লিওনেল মেসির। কত দাম এল এম টেনের পায়ের? মেসির বাঁ পায়ের দাম ৭৫০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় ৬১৪০ কোটি টাকা! তাঁর পায়ের বিমা করানো রয়েছে।
ক্রীড়াদুনিয়ার তারকারা চোট প্রবণ, তাই তাঁরা তাদের শরীরের বিভিন্ন অংশের বিমা করিয়ে রাখেন। আর ফুটবলের মত ‘বডি কন্ট্যাক্ট গেম’ এ চোট প্রবণতা বেশি। তাই তারকা ফুটবলারদের মধ্যে বিমা করানোর চলও দীর্ঘদিনের। এর আগে ইংল্যান্ডের ডেভিড বেকহ্যামের পায়ের বিমার পরিমাণ ছিল ১০০ মিলিয়ন পাউন্ড। ২০০৬ এ বেকস তাঁর পায়ের এই বিমা করিয়েছিলেন। সেই সময়ে তা ছিল ক্রীড়া ক্ষেত্রে কোনও ব্যক্তির করানো সর্বাধিক ব্যক্তিগত বিমা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৯ সালে ৯০ মিলিয়ন পাউন্ডে তাঁর পায়ের বিমা করিয়েছিলেন। জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারের হাতের বিমা করান ৩ মিলিয়ন ইউরোতে। বিশ্বকাপজয়ী গোলকিপার ইকর ক্যাসিয়াসও তাঁর হাতের বিমা করান ১০ মিলিয়ন ডলারে। মাঠে বা মাঠের বাইরে ক্যাসিয়াসের হাতে কোনও চোট এলেও তা ছিল বিমার আওতায়। ক্যাসিয়াস একবার মজা করে বলেছিলেন, “আমার হাঁটুতে চোট হলেও বলব হাতে চোট পেয়েছি”!