FIFA World Cup 2022: সফর শুরু ‘সফর’ দিয়ে
কাতার বিশ্বকাপ সব দিক থেকে সেরা করে তুলতে চেষ্টার কোনও কসুর করেননি আয়োজকরা।
আর মাত্র কয়েকটা দিন। কাতারে শুরু হচ্ছে এ বারের ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। আজ জেনে নিন, কাতার বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের খুঁটিনাটি। এই বিশ্বকাপের বলের নাম আল রিলা। আরবি শব্দ। বাংলায় যার অর্থ ‘সফর’। ইবন বতুতার ভ্রমণবৃত্তান্ত থেকে অনুপ্রাণিত হয়েই এই বলের নাম রাখা হয়েছে আল রিলা। বলের ডিজাইন থেকে রং, সবেতেই ফুটিয়ে তোলা হয়েছে কাতারের সংস্কৃতি। পাশাপাশি বলটিকে ফুটবলারদের জন্য করা হয়েছে নিখুঁত। বলের বাউন্স থেকে সুইং কোনও কিছু নিয়েই ফুটবলারদের সমস্যা পড়তে হবে না বলে দাবি বল প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের।
কাতার বিশ্বকাপ সব দিক থেকে সেরা করে তুলতে চেষ্টার কোনও কসুর করেননি আয়োজকরা। মূল শহর দোহা থেকে ৫০ কিলোমিটারের মধ্যেই বিশ্বকাপের আটটি স্টেডিয়াম। কাতার এমনিতেই ছোট দেশ। তাই এক প্রান্ত থেকে অপরপ্রান্তে যেতে ব্যবহার করতে হবে উড়ান। এমনকি এক স্টেডিয়ামে ম্যাচ দেখে সে দিনই আর এক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন দর্শকরা। তাপমাত্রার কথা মাথায় রেখে সব স্টেডিয়ামে থাকছে অত্যাধুনিক এয়ার কন্ডিশনার। ২০ নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচ। সে দিনই মাঠে নামবে আয়োজক কাতার।