FIFA World Cup 2022: বিশাল মেসি, নেইমার কেরলের নদীতে

FIFA World Cup 2022: বিশাল মেসি, নেইমার কেরলের নদীতে

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 14, 2022 | 3:56 PM

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরুর আগেই মেসি-নেইমারকে নিয়ে লেগে গেল ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে নারদ নারদ।

লিওনেল মেসি আর নেইমার জুনিয়র, ক্লাব ফুটবলে দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যতই ভালো হোক, দেশের হয়ে মাঠে নামলে ফুটবল ভক্তদের মধ্যে আড়াআড়ি বিভাজন করে দিতে পারেন এই দুই লাতিন আমেরিকান সুপারস্টার। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরুর আগেই দু’জনকে নিয়ে লেগে গেল ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে নারদ নারদ। কেরালার কুরুঙ্গাট্টু কাদাভু নদীতে শুরু হয়েছে এই লড়াই। কেরালার আর্জেন্টিনা ভক্তরা প্রথমে তৈরি করেন ৩০ ফুট উঁচু লিও মেসির একটি কাট আউট। নদীর মাঝখানে সেই কাট আউট তৈরির পর পরই ব্রাজিল ভক্তরা নেইমার জুনিয়রের ৪০ ফুট উঁচু কাট আউট তৈরি করেন।

পিএসজির সতীর্থ এলএম টেন আর নেইমারকে নিয়ে বিশ্বকাপের আসর মাততে চলেছে কাতারে। লিও মেসির শেষ বিশ্বকাপ এটাই। তাই ভক্তদের মধ্যে উন্মাদনা যে একটু বেশি থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও রাশিয়া বিশ্বকাপের সময়ে ভক্তরা কেরালার চেট্টুভার ব্যাক ওয়াটারে জলের মধ্যে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর নেইমারের বিশাল কাট আউট তৈরি করেছিল।

 

Published on: Nov 14, 2022 03:49 PM