Indian Railways News: রেলের তোয়ালে চুরি করলে ৫ বছরের জেল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 14, 2023 | 5:18 PM

যাত্রী স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখে ভারতীয় রেল। রেলের এসি কামরায় চাদর, কম্বল, বালিশ, তোয়ালে ‍ব্যবহার করার জন্য যাত্রীদের দেওয়া হয়। ব্যবহারের শেষে তা আবার ফেরত দিতে হয় ওই কামরার দায়িত্বে থাকা অ্যাটেন্ডেন্টদের। অনেকে এর অন্যথাও করেন। একটি রিপোর্ট বলছে বিলাসপুর জোনের ট্রেনে রেলের এই সব জিনিসপত্র চুরি হয় সবচেয়ে বেশি।

যাত্রী স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখে ভারতীয় রেল। রেলের এসি কামরায় চাদর, কম্বল, বালিশ, তোয়ালে ‍ব্যবহার করার জন্য যাত্রীদের দেওয়া হয়। ব্যবহারের শেষে তা আবার ফেরত দিতে হয় ওই কামরার দায়িত্বে থাকা অ্যাটেন্ডেন্টদের। অনেকে এর অন্যথাও করেন। একটি রিপোর্ট বলছে বিলাসপুর জোনের ট্রেনে রেলের এই সব জিনিসপত্র চুরি হয় সবচেয়ে বেশি। বিলাসপুর দুর্গ সেকশনে ৫৬ লক্ষ টাকার চাদর ও কম্বল চুরি হয়েছে। এর ফলে জোরদার হয়েছে রেলের নিরাপত্তা ব্যবস্থা।

কেউ যদি রেলের সম্পত্তি চাদর, বালিশ, তোয়ালে বা কম্বল ব্যাগে পুরে চম্পট দেন তাদের জন্য কী অপেক্ষা করছে জানেন? রেলের সম্পত্তি চুরি করা দণ্ডনীয় অপরাধ। ১৯৬৬ র রেলওয়ে সম্পত্তি আইন মোতাবেক ৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা। রেল সূত্রে জানা যাচ্ছে বিছানার চাদর, বালিশ, কম্বল ছাড়াও কেটলি, কলের বিভিন্ন অংশ ও টয়লেটের মগ পর্যন্ত চুরি হয়। এতে ক্ষতির মুখে পড়ে ভারতীয় রেল। ট্রেনে এই ধরনের কাজ করা ছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে যা অমান্য করা উচিত নয়। রাত ১০টার পর কোন সহযাত্রীকে বিরক্ত করা যাবে না। কোচের আলো জ্বালিয়ে রাখা যাবে না রাত ১০টার পর। এমনকি খাবার পরিবেশনও করা যাবে না ওই সময়ের পর।