Bank Fraud News: ফোনে উত্তর দিতেই গায়েব ৫১ হাজার
কায়দা করে মৌসুমীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও ওটিপি হাতিয়ে নেয় প্রতারকরা
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের মৌসুমী মণ্ডলের সেলফোনে শনিবার ফোন আসে। ফোনে দাবি করা হয় ব্লক অফিস থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। জানতে চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আরও কিছু তথ্য।