Insomnia After Vietnam War: ভিয়েতনাম যুদ্ধের  প্রভাবে ৬০ বছর  নির্ঘুম

Insomnia After Vietnam War: ভিয়েতনাম যুদ্ধের প্রভাবে ৬০ বছর নির্ঘুম

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 04, 2023 | 6:29 PM

Insomnia: তীব্র নিদ্রাহীনতায় ভুগছেন এই ৮০ বছরের বৃদ্ধ। তিনি চেষ্টা ক্রেন সাধারণ মানুষের মতো ঘুমোতে। কিন্তু পারেন না। অনেকবার ভোর ৪ টেয় ঘুমোতে চেয়েছেন পারেননি।

ভিয়েতনাম যুদ্ধ চলে ১৯৫৫ থেকে ১৯৭৫ পর্যন্ত। সেই যুদ্ধ চলাকালীন হাত কাটা পড়ে থাই নাকের। তারপর থেকে এখনও পর্যন্ত ঘুমোতে পারেননি এই বৃদ্ধ। এক সেকেন্ডের জন্যও দউ চোখের পাতা এক করতে পারেননি নাক। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কেউ বলেন ছেলেবেলায় একবার জ্বর হয় তাঁর। তারপর থেকেই না ঘুমিয়ে আছেন থাই নাক। কেউ বলেন যুদ্ধ পরবর্তী ত্রাস থেকে নির্ঘুম নাক। অনেক ডাক্তার দেখিয়েছেন, সুরাহা হয়নি। অনেক পরীক্ষাও হয়েছে, কিছুই ধরা পড়েনি। তীব্র নিদ্রাহীনতায় ভুগছেন এই ৮০ বছরের বৃদ্ধ। তিনি চেষ্টা ক্রেন সাধারণ মানুষের মতো ঘুমোতে। কিন্তু পারেন না। অনেকবার ভোর ৪ টেয় ঘুমোতে চেয়েছেন পারেননি। সারাদিন কাটে রাইস ওয়াইন আর গ্রিন টি খেয়ে।