Netherlands Marijuana Rule: প্রকাশ্যে গাঁজা খেলে ৮,০০০ টাকা জরিমানা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 6:35 PM

নির্দেশ জারি করেছেন নতুন মেয়র ফেমকা হালসেমা। লাল বাতি এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই এই উদ্যোগ মেয়রের। ফেমকা চান লাল বাতি এলাকাগুলি মূল শহরের বাইরে সরিয়ে নিতে। এলাকাবাসীর আপত্তিতে আপাতত তা সম্ভব হয়নি। তবে নতুন নিয়মের বিষয়ে বেশ কড়া প্রশাসন

নেদারল্যান্ডসে গাঁজা খাওয়া আইনত বৈধ। ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণে মারিজুয়ানা রাখতেও পারেন নেদারল্যান্ডসবাসী। তবে এবার এক নতুন আইন এল ডাচ প্রদেশে। প্রকাশ্যে গঞ্জিকা ধূমপান করা চলবে না। নির্দেশ জারি করেছেন নতুন মেয়র ফেমকা হালসেমা। লাল বাতি এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই এই উদ্যোগ মেয়রের। ফেমকা চান লাল বাতি এলাকাগুলি মূল শহরের বাইরে সরিয়ে নিতে। এলাকাবাসীর আপত্তিতে আপাতত তা সম্ভব হয়নি। তবে নতুন নিয়মের বিষয়ে বেশ কড়া প্রশাসন। কেউ প্রকাশ্যে আমস্টারডামের রাস্তাঘাটে ক্যানাবিস বা মারিজুয়ানায় সুখটান দিলে জরিমানা ১০০ ইউরো। ভারতীয় মুদ্রায় এই জরিমানা ৮,৮৮৪ টাকার সমতুল। প্রতি বছর দুনিয়ার নানা অঞ্চল থেকে পর্যটক এখানে আসেন অবাধ যৌনতা ও নেশার টানে। ক্রমশ নিষিদ্ধ বিষয়ের আকর্ষণে জনপ্রিয় হয়ে উঠেছিল এই পর্যটন কেন্দ্র। এতে ক্রমে অতিষ্ঠ হয়ে উঠছিলেন এলাকাবাসী। তাই এই কড়া পদক্ষেপ মেয়রের। এর পাশাপাশি যৌনকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নও মেয়রের লক্ষ্য। প্রকাশ্যে গাঁজা খাওয়া নিষিদ্ধ। তবে মারিজুয়ানা ক্যাফে এবং বাড়ির ছাদে গাঁজা খেতে বাধা নেই।