Balurghat News: বিকল ৯ লাখের ঘড়ি!
বালুরঘাট পুরসভার তরফে বাস স্ট্যান্ড চত্বরে থাকা ঘড়িটি বিকল হয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শহরবাসী সহ পথ চলতি মানুষদের মধ্যে। এত টাকা ব্যায়ে লাগানো ঘড়িটি ছয় মাস যাওয়ার আগে কি করে বিকল হয়ে পড়ে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রায় চার মাস আগে নয় লাখ টাকা ব্যায়ে লাগানো ঘড়ি বিকল হয়ে পড়ল। বালুরঘাট পুরসভার তরফে বাস স্ট্যান্ড চত্বরে থাকা ঘড়িটি বিকল হয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শহরবাসী সহ পথ চলতি মানুষদের মধ্যে। এত টাকা ব্যায়ে লাগানো ঘড়িটি ছয় মাস যাওয়ার আগে কি করে বিকল হয়ে পড়ে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, ঘড়ি বিকলের কথা জানতে পেরেই তা ঠিক করার কাজ শুরু হয়েছে। সামান্য বিদ্যুতের সমস্যা হয়েছে। টেকনিক্যাল বিভাগের লোক দেখছে বিষয়টি। চলতি বছর এপ্রিল মাসে বালুরঘাট পুরসভা প্রায় ৯ লাখ টাকা ব্যায়ে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে বসানো হয়েছে। দীর্ঘদিন ধরে ঘড়ি বিকল হয়েছিল। অবশেষে বর্তমান পুর বোর্ড ঘড়িটি নতুন করে তৈরির উদ্যোগ নেয়। ঘড়ির পাশাপাশি বসানো হয় বিশ্ববাংলার লোগো। এদিকে ঘড়িটি তৈরি করতে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। যা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল। একটি স্তভের উপর ঘড়িটা আছে। চারদিকে ঘড়ি রয়েছে। এপ্রিল মাসে ঘটা করে এর উদ্ধোধন করা হয়। উদ্ধোধনের চার মাস যেতে না যেতেই চারদিকের একটি ঘড়ি নষ্ট হয়ে যায়৷ ঘড়ির কাটা বন বন করে ঘুরতে থাকে। বিষয়টি নজরে আসতে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে শহরবাসী। এত টাকা ব্যায়ে ঘড়ি লাগিয়ে কি লাভ হল। ঘড়ি যদি না চলে তাহলে তা বন্ধ করে দেওয়া হোক দাবি স্থানীয়দের।