একাডেমিতে হিজড়েগীতির সঙ্গে সুর তুলল ভগবানের বেহালা
শুক্রবার এক অন্য সকালের সাক্ষী থাকল কলকাতার শিল্প সংস্কৃতির পীঠস্থান একাডেমি চত্ত্বর।
রক্ষক ফাউণ্ডেশন এবং কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং-এর যৌথ উদ্যোগে কিছু অর্থ সাহায্য করা হল বেহালা বাদক ভগবান মালিকে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ তন্ময় রায়চৌধুরী বেহালা বাদক ভগবান মালির হাতে তুলে দিলেন সেই চেক। শুক্রবার এক অন্য সকালের সাক্ষী থাকল কলকাতার শিল্প সংস্কৃতির পীঠস্থান একাডেমি চত্ত্বর। রক্ষক ফাউণ্ডেশন এবং কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং-এর যৌথ উদ্যোগে বেশ কিছু রূপান্তরকামী ও হিজড়ে জনগোষ্ঠীর প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হল রেশন। লকডাউনে যখন বন্ধ গণপরিবহন, বিধ্বস্ত জনজীবন, তখন কষ্টে কাটছে ওঁদের জীবন। তাই ওঁদের জন্য এই ভাবনা জানালেন রক্ষক ফাউণ্ডেশনের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডজয়ী চৈতালি দাস।