Sundarban News: সুন্দরবনে মাছ ধরার জালে ধরা পড়ল বিশালাকার গোখরো

Sundarban News: সুন্দরবনে মাছ ধরার জালে ধরা পড়ল বিশালাকার গোখরো

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 18, 2023 | 5:22 PM

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে মৎস্যজীবী নারায়ণ মন্ডল লেবুখালি খালে মঙ্গলবার রাতে আঁটল পাতেন মাছ ধরার জন্য। প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও তিনি আঁটল ঝাড়তে যান। আঁটলের গায়ে হাত দিতেই তিনি দেখতে পান বিশাল আকারের গোখরো সাপ।

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে মৎস্যজীবী নারায়ণ মন্ডল লেবুখালি খালে মঙ্গলবার রাতে আঁটল পাতেন মাছ ধরার জন্য। প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও তিনি অাঁটল ঝাড়তে যান। আঁটলের গায়ে হাত দিতেই তিনি দেখতে পান বিশাল আকারের গোখরো সাপ। যা লম্বায় প্রায় সাড়ে সাত ফুট। সাপটির বিজ্ঞানসম্মত নাম নাজা নাজা। সাপটি হঠাৎ দেখা মাত্রই ভয় পেয়ে যান তিনি। তৎক্ষণাৎ চিৎকার করলে আশেপাশের মানুষজন ছুটে যান এবং একটি লাঠি দিয়ে আঁটলটি তুলে আনা হয়। এই বিশালাকারের সাপটি পথ চলতি মানুষজন ও গাড়ি চালকরা গাড়ি থামিয়ে দেখার জন্য ভিড় জমান। তারপর মিনাখাঁ বনদপ্তর খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই বিশালাকারের গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যায়।