Baruipur News: কী হয় চম্পাহাটির বাজি কারখানায়?

Baruipur News: কী হয় চম্পাহাটির বাজি কারখানায়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 18, 2023 | 4:51 PM

বারুইপুর থানার চাম্পাহাটি,বেগমপুর ও সাউথগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা মানেই বাজি শিল্প। তারমধ্যেই শুধু চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল,সোলগোয়ালিয়া, কমলপুর এলাকায় আছে কয়েকশো বাজি কারখানা। যদিও লাইসেন্স আছে হাতে গোনা কয়েকজনের।

বারুইপুর থানার চাম্পাহাটি,বেগমপুর ও সাউথগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা মানেই বাজি শিল্প। তারমধ্যেই শুধু চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল,সোলগোয়ালিয়া, কমলপুর এলাকায় আছে কয়েকশো বাজি কারখানা। যদিও লাইসেন্স আছে হাতে গোনা কয়েকজনের।আর এই কারখানা গুলিতে কাজ করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ।এমনকি এখানে বাড়িতে বাড়িতেও তৈরি হয় বাজি।আর এগরার ঘটনার পর বাজি কারখানার আশেপাশে বসবাসকারী মানুষজন আতঙ্কে ও ভয়ে রয়েছে।চাম্পাহাটি সোলগোয়ালিয়ার একটি কারখানাতে গিয়ে দেখা গেল তৈরি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি।যদিও সাংবাদিক দেখে কারখানায় থাকা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।যদিও কারখানার লেবার কন্টাকটার গফুরের দাবি,গ্রামের ৩০-৩৫ জন গরিব মানুষ এখানে বাজি তৈরি করে জীবিকা নির্বাহ করে।এখানে নিষিদ্ধ কোন বাজি তৈরি হয় না ছোট সাইজের শব্দবাজি তৈরি হয় ও ফুলজুরি চরকা তৈরি হয়।