Dooars News: ডুয়ার্সের রেড ব্যাংকচা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে ২৫ টি হাতির একটি দল
সাত সকালে ডুয়ার্সের রেড ব্যাংকচা বাগানে দাপিয়ে বেরাচ্ছে ২৫ টি হাতির একটি দল। আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে কর্মীরা। খাবারের সন্ধানে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাবার সময় রেড ব্যাংক চা বাগানের মধ্যে ঢুকে পড়ে হাতির দলটি বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের।
সাত সকালে ডুয়ার্সের রেড ব্যাংকচা বাগানে দাপিয়ে বেরাচ্ছে ২৫ টি হাতির একটি দল। আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে। ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে কর্মীরা। খাবারের সন্ধানে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাবার সময় রেড ব্যাংক চা বাগানের মধ্যে ঢুকে পড়ে হাতির দলটি বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের। একটি দুটি নয় প্রায় ২০ থেকে ২৫ টি হাতির একটি দল বৃহস্পতিবার সকাল বেলা ডুয়ার্সের রেড ব্যাংক চা – বাগানের মধ্যে ঢুকে পরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাশের ডায়না জঙ্গল থেকেই হাতের দলটি বেরিয়ে থাকতে পারে। এদিকে হাতি দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে রেড ব্যাংক চা বাগানে।
মাঝেমধ্যেই রেড ব্যাংক চা বাগানে হাতির দল ঢুকে পড়ে। কখনো ঘরবাড়ি ভাঙ্গে কখনো বা বাগানের সেড ট্রি ক্ষতিগ্রস্ত করে। বন দফতরের প্রাথমিক অনুমান পাশের ডায়না জঙ্গল থেকে রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বেরিয়ে এসেছিল হাতির দলটি। হাতির দলে বেশ কয়েকটি শাবক ও রয়েছে বলে বনদপ্তর সূত্রের খবর। সেই কারনে দিনের আলো ফুটে ওঠায় হাতির দল টি বাগানের মধ্যে দারিয়ে পরে । খবর যায় মনেকর্মীদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। সারাদিন হাতির দলের গতিবিধির ওপর নজর রাখে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা। সন্ধায় হাতি গুলিকে জঙ্গলে ড্রাইভ করে জঙ্গে ফেরানোর চেষ্টা করা হবে ।