Asansol News: রাস্তা নির্মাণে দুর্নীতি!

Asansol News: রাস্তা নির্মাণে দুর্নীতি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 24, 2023 | 10:08 PM

Protest in Asansol: রাস্তা নির্মাণে হয়েছে দুর্নীতি। অভিযোগ তুলে রাস্তা নির্মাণের কাজ আটকে দিল গ্রামবাসীরা। জামুরিয়ায় ঘটল এই ঘটনা। আসানসোল পৌরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের সাতগ্রাম বাউরি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই রাস্তাতে দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।

আসানসোল: রাস্তা নির্মাণে হয়েছে দুর্নীতি। অভিযোগ তুলে রাস্তা নির্মাণের কাজ আটকে দিল গ্রামবাসীরা। জামুরিয়ায় ঘটলো এই ঘটনা।
আসানসোল পৌরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের সাতগ্রাম বাউরি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই রাস্তাতে দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ ” বাউরি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার যে নতুন রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার চওড়া, ও মাটি থেকে কতটা উচ্চতায় হবে? এই নিয়ে সুপারভাইজারকে প্রশ্ন করলে প্রথমে প্রশ্নের উত্তর এরিয়ে যান তিনি। তথ্য গোপন করে দুর্নীতির চেষ্টা চালিয়েছিলেন তিনি। সুপারভাইজার পরে জানায় মাটি থেকে উচ্চতা হবে ৪ইঞ্চি কখনো আবার বলে ৫ ইঞ্চি, আবার ৬ ইঞ্চিও বলেন তিনি। গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনের চাপে নিজেদের ভুল শিকার করে সুপারভাইজার জানান ৬ ইঞ্চি উচ্চতায় হবে রাস্তাটি। গ্রামবাসীদের বিক্ষোভ আন্দোলনের জেরে নতুন রাস্তা তৈরির কাজ বন্ধ থাকে।

অন্যদিকে সুপারভাইজার তড়িৎ রায়ের দাবি গ্রামের মানুষ ভুল বুঝছেন। ইটা পেড়ে রাস্তা হলে একরকম উচ্চতা হয় আবার ঢালাই হলে অন্যরকম উচ্চতা হয়। এখানে ৪ ইঞ্চির বেশি উচ্চতাতে রাস্তা হবে। গ্রামের একাংশ অযৌক্তিক ভাবে রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে। পৌরনিগমকে বিষয়টি আমরা জানিয়েছি।